বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
আমাদের বাংলা ভাষায় কিছু কথা আছে যে শিয়াল ডাকলে সব জায়গাতেই একই ভাবে ডাকে। সুতরাং লেনদেন ফি বৃদ্ধি পেলে সব জায়গাতেই সমানভাবেই বৃদ্ধি পায়। বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে লেনদেন ফি বৃদ্ধি এই লেনদেন ফি বৃদ্ধির কারণে অনেক মানুষের খুবই অসুবিধার সৃষ্টি হয়েছে। আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে যান এই ক্ষেত্রে অন্য কোন ওয়ালেট ব্যবহার করার প্রয়োজন নেই বলে মনে করি। তবে সব সময় লক্ষ্য রাখবেন ট্রাস্ট ওয়ালেট থেকে ফিস কমিয়ে ও লেনদেন করা যায় সে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে।
Payment Send করার সময় Send> Paste Address>Next>ডান পাশের উপরের দিকে Setting>Advance(১০০ ,২০০, ৩০০........) Advance এ যা থাকুক না কেন পরিষ্কার করে বর্তমান মেমপুল বসিয়ে দিবেন আশা করি অনেক কমে লেনদেন করতে পারবেন। বর্তমানে মেমপুল ৬৬ কিন্তু ট্রাস্ট ওয়ালেট এডভান্সে দেওয়া আছে ২০০, অনেক মানুষ লক্ষ্য করবে না ফলে অধিক ফিস দিয়েই লেনদেন করবে।

