......। আমার মনে হচ্ছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর কাপ টি রংপুর রাইডার্স এ নিবে
ভাই আমার মনে হয় রংপুর যতই ভালো খেলুক না কেন ফাইনালে গিয়ে কাপ নিতে পারবে না। এমনও অনেক টিম দেখেছি যারা বরাবর ভালো খেলে আসে কিন্তু ফাইনালে গিয়ে হোঁচট খেয়ে বসে। দেখবেন রংপুরের সাথে একই ঘটনা ঘটতে পারে। তবে আমি চাই নতুন কোন দল ট্রফি জিতুক, কারণ রংপুর একবার ট্রফি জিতেছিল কুমিল্লা তো বরাবরের মতো ট্রফি জিতে আসছে, চট্টগ্রাম বরিশালের মধ্যে কোন এক দল ট্রফি জিতলে আমার মতে ভালো হবে।
আমার তো মনে হয় ভাই রংপুর এবার কাপ জিততেও পারে। যদিও তাদের শুরুর পারফরম্যান্স খারাপ ছিল কিন্তু বর্তমানে সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, বাবর আজম শাকিব আল হাসান রংপুরে একটা শক্তি যোগ করেছে, যদিও বাবার একজনকে ছাড়াও রংপুর জয়ী হয়েছে।
তবে ভাই যত যাই বলেন না কেন আমার মনে হয় না এবার বরিশাল টিম ট্রফি নিতে পারবে। তারা অলরেডি বহু পিছিয়ে গিয়েছে আর যদি টেনেটুনে পরের রাউন্ড পর্যন্ত যায় তাহলে সেখান থেকেই বাদ পড়ে যাবে। কিন্তু চট্টগ্রাম কে সিলেকশনে রাখতে পারেন আমি মনে করি এবারের টপ ফেভারিট টিম হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমি মনে করি কাপ নিলে এই তিন দলের ভেতর থেকে যেকোনো একটি দল কাপ নিবে। যদিও রংপুরকে নিয়ে আমার সম্ভাবনা বেশি।
সাকিব তামিমের কামড়া কামড়ি কিন্তু বন্ধ হচ্ছে না। হঠাৎ করেই ফেইসবুকে খেয়াল করলাম যে তার ফ্যান রা কাদা ছোড়াছোড়ি শুরু করেছে। সাকিবের বোলিং এ তামিম আউট হওয়ার পর সাকিব যেভাবে সেলিব্রেট করেছে, সে সাধারনত এভাবেই সেলিব্রেট করে থাকে। কিন্তু সাকিব যখন ব্যাটিংয়ের সময় ক্যাচ আউট হয়, তখন তামিম ব্যাঙ্গাক্তক ভাবে সেলিব্রেশন করেছে এবং মুখে কিছু একটা বলেছে। টিভিতে না শোনা গেলেও মুখ দেখে বুঝা যাচ্ছিলো যে তামিম বাইন্চোদ বা এরকম কিছু একটা গালি দিয়েছে। তার পর পরই আবার ব্রডকাষ্টার রা সাকিব কে দেখাচ্ছে। এতে বুঝা যাচ্ছে যে তাদের যে ঝামেলা, সেটা যেমনটা সত্যি, ব্রডকাষ্টার রা সেই ঝামেলায় আরো তেল দিচ্ছে। সাকিব-তামিম এর ঝামেলা নিকট ভবিষ্যতে শেষ হবে বলে মনে হয় না।
সত্যি কথা বলতে কি ভাই এই দুইজনের একজন কেউ আমার ভালো লাগেনা। দুইজনকেই দেখে আমার অহংকারী মনে হয়। তবে তামিম ইকবালের এক ঘটনা ফ্যান হয়ে গিয়েছিলাম সেটা মেবি 2018 সালের এশিয়া কাপে ছিল ম্যাচটি বোধ হয় শ্রীলংকার বিপক্ষে ছিল.
যাই হোক দুইজন কামড়াকামড়ি করুক সমস্যা নাই, তাতে কিছু ইউটিউবার এবং সাংবাদিকের পেটে দুই মুঠো ভাত বেশি পড়বে আর কিছু না। তাতে সমস্যা কি
