আমি মূলত এটা শেয়ার করতেছি নতুনদের উদ্বুদ্ধ করতে।
ক্রিপটোর সাথে প্রথম পরিচয় মূলত ২০১৬ সালে তবে প্রথম ইনভেস্টে আসি ২০১৯ সালে।
যাইহোক ২০২১ এর বুল মার্কেটে বিভিন্ন ডেক্সে শীটকয়েন/মিমকয়েন ট্রেড করেই চলতেছিলাম। মোটামোটি তখন যে কোনো ডেক্সে ১০০$ দিয়ে ট্রেড নিলেই ১০ গুণ ব্যাক পাওয়া যেত। ওই সময় যারা ডেক্স ট্রেড করতো তারা এটা ভালোভাবেই বলতে পারবে।
যাইহোক ২০২১ এ আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে বাইন্যান্স ডেক্স নামের প্লাটফর্মে (Unfi) টোকেন টার দাম মাত্র ১ ডলার আর বাইন্যান্সে সেটা ২৫ ডলার। এখন কিনে এখনই বিক্রি করা যাচ্ছে। আমিও সাথে সাথে চেষ্টা করলাম। এই ধরনের ট্রেডিং কে মূলত আরবিট্রেজ ট্রেডিং বলে। মোটামুটি ২ ঘন্টা মত এটা করতে পারছিলাম। বাইন্যান্সের নজরে আসার পর ওই টোকেন টা ডিপোজিট বন্ধ করে দেয় আর পরে বাইন্যান্স ডেক্স প্লাটফর্ম টাও বন্ধ করে দেয়। তবে এই দুই ঘন্টায় আমি প্রায় দেড় মিলিয়ন ডলার প্রফিট করতে পারছিলাম। কিন্তু বাইন্যান্স আমার একাউন্ট টি ব্লক করে দেয়৷ তবে আমি ট্রাস্ট ওয়ালেটে প্রায় ৬ লাখ ডলারের বেশি উইথড্র করছিলাম যেটা আমার কাছেই থেকে যায়। যেহেতু ট্রাস্ট ওয়ালেটে একটি ডিসেন্ট্রালাইজ্ড ওয়ালেট তাই এটায় আমি ছাড়া কারো এক্সেস ছিলোনা। তো এভাবেই একদিনেই প্রায় ৬ লাখ ডলার প্রফিট হয়। আর আমি ওইদিন ট্রেড টা শুরু করেছিলাম ১৩০০$ দিয়ে।
এরপর আরবিট্রেজ নিয়ে উঠে পড়ে লেগেছিলাম আর বিভিন্ন জায়গায় খোজাখুজি করে এখনও আরবিট্রেজিং করি তবে ওইরকম ২৫ গুণ পার্থক্য আর কখনও পাওয়া হয়নি। তবে নিয়মিত খোজাখুজি করে এখনও অনেক আরবিট্রেজ ট্রেড পাওয়া যায়
এটার মূল সুবিধা হলো এখানে লস করার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ঘাটাঘাটি, খাটাখাটনি ছাড়া জাস্ট হোল্ড করেই বিশাল প্রফিট করতে চাই। কোনো অপরচুনিটি পেলে মনে করি যে ওটা ভূয়া। এই ধারণা থেকে আসলে বের হয়ে আসা উচিত। সাথে প্রচুর জানা দরকার। ক্রিপটোর মূল ই হলো On-Chain. কথায় আছে Money is one the Chain
my tg- markwood123
আপনার আরবিট্রেজ ট্রেডিংয়ের অভিজ্ঞতা এবং ২০২১ সালের প্রফিটের গল্প সত্যিই চমৎকার। আরবিট্রেজ ট্রেডিং এমন একটি কৌশল যা বাজারের পার্থক্য থেকে দ্রুত মুনাফা অর্জনের সুযোগ প্রদান করে। যদিও এটি অত্যন্ত লাভজনক হতে পারে, তবে এর ঝুঁকি এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।
আপনার উপসংহারে যে নতুনদের জন্য পরামর্শের বিষয়টি উল্লেখ করেছেন, তা বেশ গুরুত্বপুর্ণ। ক্রিপ্টো মার্কেটে সফল হতে হলে কেবল হোল্ডিংয়ের পরিবর্তে কৌশলগতভাবে সুযোগগুলি কাজে লাগানো এবং নিয়মিত গবেষণা করা প্রয়োজন।
অন্যদিকে, আপনি যে টেলিগ্রাম আইডি শেয়ার করেছেন, সেটা যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এতে আপনির মতো অন্যান্য ট্রেডারদের সাথে যোগাযোগ রাখা সহজ হতে পারে।
আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নতুনদের জন্য অনুপ্রেরণা হতে পারে। ক্রিপ্টো বাজারের সুযোগগুলি নিয়ে আরও আলোচনা করতে হলে আমি এখানে আছি।