আর বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে মাল্টিপুল নোটিফিকেশন পাওয়া এটি নিয়েও px-z কাজ চালিয়ে যাচ্ছে অলরেডি তার থ্রেডে আপডেট দিয়েছে।
আমি মাত্র ভাবতেছিলাম যে এটা নিয়ে তার থ্রেড এ পোষ্ট করবো। কারন আমি এই মাত্র একসাথে ৩ টা নোটিফিকেশন পেলাম। আমি তো ভাবলাম এটা শুধু আমার জন্য হলো কি না। যাই হোক, এখানে পোষ্ট করে আপডেট জানানোর জন্য ধন্যবাদ। ওয়েব নোটিফিকেশন ইউজ করাটা আপাতত প্রিফার করছিলাম। কিন্তু সেটা থেকেও সঠিক রেজাল্ট আপাতত পাচ্ছি না। আর কারমা নোটিফিকেশন ও সেখানে পাওয়া সম্ভব না।
কয়েকদিন আগের ঝামেলা সম্পর্কে তো আপনারা জেনেছেন মনে হয়। ভুল বোর্ডে থ্রেড ক্রিয়েট করার কারনে এডমিন আমাকে ১০ টা নেগেটিভ কারমা দিয়ে দিছে। লঘু পাপে গুরু দন্ডের মতো ব্যাপার হয়ে গেলো। তারপর তিনি আমার থ্রেড যেখানে মুভ করে দিয়েছে, সেটাও সঠিক বোর্ড বলে আমার মনে হয় না। তখন আমি ভাবতেছিলাম যে আমি নেগেটিভ কারমার জন্য নোটিফিকেশন পেলাম না কেনো।