হুম প্যানিকে আক্রান্ত লোক গুলোই মারকেটের জন্য ক্ষতিকর। নেগেটিভ নিউজ পাইলেই তারা তাদের সকল কয়েন সেল করা শুরু করে দেয়।ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে যায় প্যানিক শেষে যখন মারকেট আবার ব্যাক করে তখন তারা আর কিনেতে পারে না। অন্যদিকে যারা খুব শক্ত ভাবে হোল্ড করে তারা লাভবান হয়।
আর এসকল নেগেটিভ নিউজের প্রভাব খুবই সল্প সময়ের জন্য হয় বলে আমি মনেকরি।
আসলে ভাই এরকম FUD এর প্রভাবে যারা প্যানিক পড়ে তারা জন্য মার্কেটের জন্য ক্ষতিকর না বরং প্যানিকের জন্য তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়েও তাদের ফান্ড সেলিং দিয়ে লিকুইডিটি বাড়ায়।
তবে যদি নেগেটিভ নিউজ এর কথা বলি সে ক্ষেত্রে যদি নিউজগুলো অথেন্টিক সোর্স থেকে আসে সে অনুযায়ী মাঝেমধ্যে একটা সুযোগ পাওয়া যায় নিজের ফান্ডকে হারানোর হাত থেকে রক্ষা করার।
যেমন যারা এফটিএক্স এক্সচেঞ্জারে পূর্বে থেকেই খারাপ খবর শুনে তাদের ফান্ড উঠিয়ে নিয়েছিল তারা বেঁচে গিয়েছিল।
অন্যদিকে যারা লুনা কয়েন হোল্ডিং না করে সময় থাকতে সেল করে দিয়েছিল তারা তেমন বিশাল লসের মুখ দেখেনি।
আসলে এটা ঠিক যারা পেনিকে পড়ে যায় বা পেনিক সৃষ্টি করে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটার ফলে কিছু নতুন ইনভেস্টর বা ট্রেডার ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু যারা এই মার্কেটে অনেক ঝানু তারা কিন্তু সকল পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারে। ফলে তারা অনেক বড় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তবে একটা কথা হল ক্রিপ্তকারেন্সিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই চৌকশ হতে হবে। ক্ষিপ্ত কারেন্সি রিলেটেড সকল নিউজ আপনাকে রাখতে হবে। তা না হলে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন। যেমনটি হয়েছিল এফটিএক্স এক্সচেঞ্জার এর ক্ষেত্রে।
আপনার বিশ্লেষণ সঠিক। প্যানিক সেল এবং অস্থিরতা সাধারণত নতুন বা অভিজ্ঞ ট্রেডারদের জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যখন তারা পর্যাপ্ত তথ্য ও অভিজ্ঞতার অভাবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে অনেক বড় ক্ষতি হতে পারে।
ক্রিপ্টোকারেন্সির মতো অস্থির বাজারে সফল থাকতে হলে:
তথ্য সংগ্রহ করুন: মার্কেটের সব আপডেট এবং নিউজে নজর রাখুন।
ঝুঁকি ব্যবস্থাপনা: স্টপ-লস অর্ডার এবং অন্যান্য ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করুন।আবেগ নিয়ন্ত্রণপ্যানিক সেল থেকে দূরে থাকুন এবং একটি সুস্পষ্ট পরিকল্পনা মেনে চলুন।ব্যাপক গবেষণা যে কোনো বিনিয়োগের আগে যথাযথ গবেষণা করুন।
FTX-এর মতো ঘটনাগুলি প্রমাণ করে যে
বিনিয়োগকারীদের সচেতন এবং সাবধান হতে হয়। বাজারের অস্থিরতার সাথে সামঞ্জস্য রেখে সুপরিকল্পিত বিনিয়োগ কৌশল অনুসরণ করলে বড় ক্ষতির হাত থেকে বাঁচা সম্ভব।