আমি pancake swap থেকে টোকেন(ALTT) চেয়েছিলাম কিন্তু সেইখান থেকে কেনা যাচ্ছে না।
এটা সমাধান কি আমি এই টোকেনটা কোথা থেকে ক্রয় করতে পারি সে ব্যাপারে একটু সাহায্য করলে অনেক উপকার হত।
0x44193Fc27F2E28FaAc4Fbf76d4d14fcF6A888db4 এটা হচ্ছে টোকেনের কন্ট্রাক্ট এড্রেস এই এড্রেসের মাধ্যমে pancakeswap এ টোকেন ইমপোর্ট করেন তারপর চেস্টা করেন। অবশ্যই BNB দিয়ে কিনতে হবে আশা করি আপনি pancake ব্যবহার সম্পর্কে জানেন। pancakeswap এ ALTT টোকেনের যথেষ্ট পরিমানে লিকিউডিটি দেওয়া আছে আপনি সঠিকভাবে চেষ্টা করলেই তা কিনতে পারবেন।
টোকেন বার্ন এর বিষয়টা একটু বুঝিয়ে বলবেন।
টোকেন বার্ন করা মানে টোকেন পুরিয়ে ফেলা এতে টোকেনের সার্কুলিটিং সাপ্লাই কমে আসে এতে টোকেনের দামের উন্নতি ঘটে। কারন যখন সাপ্লাই কমে যাবে তখন ভ্যালু বেড়ে যাবে এমনটাই ঘটা উচিৎ লজিক্যালি।
0x000000000000000000000000000000000000dEaD
0x000000000000000000000000000000000000dead
0x0000000000000000000000000000000000000000
আপনি যখন টোকেন কিনে এই এড্রেসে তা সেন্ড করবেন তখন সেই টোকেন আর কখনই ফিরিয়ে আনা বা মিন্ট করা সম্ভব হবে না সেটি চিরতরে হারিয়ে যাবে। আশা করি বুঝেছেন।