LUNA বেশি চালাকি করতে গিয়েছিল। LUNA এর স্ট্যাবল কয়েন UST এর ব্যকে রিজার্ভ রাখা ছিল বিটকয়েন যেখানে অন্য সব স্ট্যাবল কয়েনের ব্যাকে সমপরিমাণ US Dollar থাকে রিজার্ভে। ওইদিকে যখন বিটকয়েনের দাম কমতে থাকে তারা তাদের LUNA মিন্ট করে মার্কেটে বিক্রি করে রিজার্ভ ঠিক করার চেষ্টা করে। এভাবে আমের আমও হারায় ছালাও হারায়। তারা পড়ে যায় মধ্যে সমুদ্রে তখন স্টেবলেট কয়েনও বাঁচাতে পারেনাই আবার তাদের টোকেন LUNA ও বাঁচাতে পারেনাই। সেই সময় LUNA এর মত এত ভালো প্রজেক্টের এমন নিমিষেই ধ্বংস কেউ সহজে মেনে নিতে পারেনাই। আমার অনেক বড় ফান্ড LUNA তে লস হয়েছিল। সেই সময়টায় কথা মনে পড়ে গেলো আপনার এই পোস্ট দেখে। ETH এর সাথেও এমন কিছু হলে তাহলে ক্রিপ্টো এর উপর থেকে আস্থা সবাই হারিয়ে ফেলবে
আমার মতে ইথারিয়াম এর সাথে এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। যে হুট করে এর সার্কুলেটিং সাপ্লাই বেড়ে যাবে এবং ঠাস করে মার্কেট ক্রাশ করবে। কারণ এটার সাথে লুনার পার্থক্য রয়েছে লুনায় যেমন UST ছিল এবং মিন্টীং এর একটা বাজে পরিকল্পিত ফিচারস ছিল এর জন্য আরও তাড়াতাড়ি ক্রাশ করেছে ।
তবে আমি এটা বলতে চাইতেছি না যে ইথারিয়াম এর ভবিষ্যৎ খুব একটা ভালো এদিকে আমিও সেন্ট্রালাইজ কয়েন ছাড়া আর কিছু বলবো না। এটি লুনার মতন অত দ্রুত ক্রাস করবেনা বরং ধীরে ধীরে দাম কমতে কমতে স্লো রাগপুল এর মাধ্যমে মার্কেট থেকে বেরিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। হয়তোবা টাইম নিবে থেকে ৫-১০ বছর পর এরকম কিছু আমরা দেখলেও দেখতে পারি।
কিন্তু আমরা যারা ইথারিয়াম নিয়ে স্বপ্ন দেখছিলাম ইথারিয়াম 10000 বা 15000 ডলার এ যাবে এদের হাতে শুধু কাচকলা থাকবে ভবিষ্যতে।