
আমি এখানে দেখেছি যে ক্রিকেটের তিনটি ফরমেট নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনার টপিক রয়েছে অথচ এখানে ফুটবল খেলা নিয়ে আলোচনা করার জন্য কোন টপিক নেই যার জন্য এই টপিকটি খোলা। আশা করি এখানকার সবাই ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাতেও বেশ অভ্যস্ত এমনকি নিজেদের প্রিয় দলগুলোর খেলা দেখতেও অভ্যস্ত।
এই থ্রেডে ফুটবল খেলার সমস্ত আলোচনা করা হবে যেমন ধরুন ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরো কাপ। তাছাড়া ক্লাব পর্যায়ের লিগগুলোর আলোচনাও এখানেই হবে যেমন ধরুন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ইতালিয়ান লীগ, সৌদি লীগ সহ যত ফুটবল ম্যাচ রয়েছে সেগুলোর ভবিষ্যৎবাণীও আলোচনা এখানে করায় ভালো হবে হয়তো সেগুলোর জন্য আলাদা থ্রেড খোলার প্রয়োজন নেই।