কয়েকদিন যাবত বিটকয়েনের দাম না বাড়লেও TRX এর দাম কিছু কিছু বাড়তে দেখা যাচ্ছে কয়েকদিন আগের এর দাম ছিলাম ১২ সেন্ট এর আশেপাশে আজকেই এর দাম ১৬ সেন্ট। এটা TRX এর জন্য অনেক বড় পরিবর্তন কারন TRX কে খুব দ্রুত কখনই বাড়তে দেখা যায় না এটার দাম দীর্ঘসময় স্টাবল কয়েনের মত থাকতে দেখা যায় তবে হঠাৎ করে এর এমন পাম্প করারা ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা ভালো কিছু করতে যাচ্ছে। TRX এর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে এবং এর চাইন বহুলভাবে ব্যবহার হয়। তাই আপনি TRX নিয়ে কি ভাবছেন? TRX এ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়? এবং কি পরিমান এমাউন্ট বিনিয়োগ করা উচিৎ মানে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বাজেটের কত % টাকা TRX এ বিনিয়োগ করা যায়?
আজকের মার্কেট দেখলে শুধু আপনি TRX এর কথা বললে এটা ঠিক হবে না কারণ অন্যান্য কয়েন গুলো আজকে গ্রিন সিগন্যাল দেখিয়েছে।
বিশেষ করে যদি দেখেন polygon matic কয়েন এটিও এই সপ্তাহে 24%+ পাম্প করেছে এবং TRX 21%+ পাপ করেছে।
অন্যদিকে বিটকয়েন ৫০ হাজারের নিচে নেমেছিল এটি বর্তমানে ৬১ হাজারের উপরে অবস্থান করছে। সো মার্কেটে শুধু TRX পাম্প করেনি আর TRX এর আগেও 0.16$ পর্যন্ত পাম্প করেছিল, আমি trx থেকে খুব বেশি একটা আশা করি না আমি মনে করি এটি এই ১৬ থেকে সেন্ট এর মধ্যে ওঠানামা করবে খুব বেশি হলে বিশ সেন্ট হয়ে উঠতে পারে , তবে ক্রিপ্টো কারেন্সি এর জগতে কিছুই সম্ভব।