বৈষম্য বিরোধী ছাত্রদলের নেতা মোঃ নাহিদকে ডাক ও টেরি যোগাযোগমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে এতে ছাত্র জনতা অনেক খুশি হয়েছে কারণ তারা তাদের মনের কথা খুব সহজে বলতে পারবে। নাহিদের কাছে আমাদের চাওয়া থাকবে যে বাংলাদেশের মেগাবাইট বা এমবি এর মেয়াদ আজীবন করা হোক।
বৈষম্য বিরোধী ছাত্রদলের নেতা মোঃ নাহিদ টেলি যোগাযোগমন্ত্রী দায়িত্ব পালন করছে মনে হয় না কখনো বাংলাদেশের সকল সিমের মেগাবাইট বা এমবি এর মেয়াদ আজীবন করবে।তবে হ্যাঁ কিছু প্যাকেজ রয়েছে যেগুলোর মেয়াদ আজীবন তবে সকল প্যাকেজের মেয়াদ যদি আজীবন করে এটা সাধারণ মোবাইল ব্যবহারকারীদের জন্য অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।তবে এটা যদি করে সে ক্ষেত্রে এমবি প্যাকেজের দাম কয়েক গুণ বেশি দিয়ে আমাদের কিনতে হবে।একটি কোম্পানি কহ নাই তারা লস দিয়ে কখনো ব্যবসা করবে না তাই এরকম কোন সিদ্ধান্ত নিলে প্যাকেজ গুলোর দাম কয়েকজন বাড়িয়ে দেবে তারা।
সিম কোম্পানিগুলোর বিভিন্ন ব্যবসায়িক কৌশল থেকে তাই সরকার পক্ষ থেকে কখনোই কোন সিদ্ধান্ত জোর করে তাদের উপর চাপিয়ে দিতে পারবে না তবে কিছু নির্দেশনা দিতে পারে। কিছু কিছু সিম কোম্পানি আজীবন মেয়াদ দিয়ে কিছু প্যাকেজ সাজাচ্ছে তবে তাদের মূল লক্ষ্য স্বল্প মেয়াদের প্যাকেজগুলো বেশি আকর্ষণীয় করে তোলা। কারণ তারা ভালোভাবে জানে যে স্বল্প মেয়াদী প্যাকেজ গুলোতে যে পরিমাণে মেগাবাইট দেওয়া হয় সেগুলো কেউ সম্পূর্ণভাবে শেষ করতে পারে না। এবং মেয়াদ শেষ হলে সেগুলো আবার তারা ফেরত নিয়ে নেয় এতে তাদের ডাবল বিজনেস হয়। তাই এই প্রথম রমরমা বিজনেস থেকে তারা কখনোই সরে যাবে না। আর যদি MB এর মেয়াদ আজীবন করা হয় তাহলে তারা সেরকম চড়া দামে সেগুলোর প্যাকেজ সাজাবে। তাই এগুলো নিয়ে যতই কথা বলুক তাতে কোন লাভ হবে না
ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা জনাব নাহিদ সিম কোম্পানিগুলোর ডাটা নিয়ে অলরেডি কথা বলেছেন। আমি মনে করি টেলিকম কোম্পানিগুলো আমাদেরকে যেভাবে জিম্মি করে রাখছে সেক্ষেত্রে মন্ত্রণালয়ের কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরী। এবং MB এর মেয়াদ নিয়ে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে আসা উচিত।
আমরা টাকা দিয়ে নেট কিনছি কিন্তু সেটার অল্প কয়েকদিনের মেয়াদ দিয়ে আমাদেরকে দেয়া হচ্ছে এটা একটা জুলুম আমাদের উপরে আমি মনে করি। তবে আপনার কথাও ঠিক তাদের ওপরে কঠোর হলে তারা এই বিষয়গুলো নিয়ে একটু সজাগ হবে।
টেলিকম সেক্টরে মন্ত্রণালয়ের পদক্ষেপের প্রয়োজনীয়তা সত্যিই অনুভূত হচ্ছে। যদি কোম্পানিগুলো ঠিকমতো গ্রাহকের কাছে তাদের সেবা পৌঁছাতে না পারে, এবং যথাযথ মেয়াদ ও মানের ডাটা না দেয়, তবে এটি গ্রাহকদের ক্ষতি ছাড়া কিছুই নয়। সেক্ষেত্রে, সরকারের কাছে নিয়মনীতি তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেমন সঠিক মেয়াদ নির্ধারণ, ডাটা স্পিডের মান নিশ্চিতকরণ, এবং টেলিকম কোম্পানিগুলোর সেবার মান যাচাই করার নিয়ম করা।