Admin কে রিকোয়েস্ট করার পর চাইল্ড বোর্ডে রাজনৈতি ও সমাজ নামে একটি নতুন বোর্ড যুক্ত করা হয়েছে। এখন এখানে যারা রাজনীতি সম্পর্কিত টপিক খুলেছিলেন তারা তাদের টপিকগুলোকে মুভ করে রাজনৈতি ও সমাজ বোর্ডে নিয়ে জান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যারা নিজ দায়িত্বে টপিক মুভ না করবেন তাদের টপিক আমি মুভ করবো।
যেহেতু admin আমাদের রিকোয়েস্ট রেখেছেন তাই সেখানে সবাই নতুন নতুন টপিক খুলুন এডমিনকে আমাদের আউটপুট দেখাতে হবে। এখন ভালো আউটপুট না দেখাতে পারলে পরবর্তীতে কোনো রিকোয়েস্ট সে রাখবে না। সবকিছু বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বাহ, এত তাড়াতাড়ি admin একসেপ্ট করবে এটা ভাবিনি,
যাইহোক এর জন্য আপনাকেও ধন্যবাদ দিতে চাই কারণ আপনি আমাদের বাংলাদেশী কমিউনিটি এর সদস্যদের মতামতকে প্রাধান্য দেন। এবং এরই পরিপেক্ষিতে আমরা আজকে নতুন চাইল্ড বোর্ডটি পেলাম ।
তাছাড়া আপনাকে আমি মনে করিয়ে দেই,
এই altcointalk ফোরামে আমি লেজেন্ডারি রাঙ্কের মেম্বার এবং আমি নিজে আমার টপিক মুভ করার কোন অপশন দেখতে পাচ্ছি না। আর আমি এখন দেখতে পাচ্ছি যে এটা সাধারণ মেম্বারদের করার ক্ষমতা নেই। টপিক শুধু তারাই মুভ করতে পারে যারা Royalty+ membership কিনেছে
তাই আপনাকে বলব আপনি নিজেই টপিকগুলো মুভ করে দিন।