টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।
টেলি-ল্যানসিং করা ছেড়ে দিসি ভাই। ২-৩ মাস ধরে কাজ করে যখন দেখবেন ২০ ডলার ৩০ ডলার ধরায় দিতেছে তখন আর এসব করতে মনে চাইবে না। অনেকগুলোই করতাম, বাট এখন আর মনের ভুলেও ঢুকি না, মিলিয়ন মিলিয়ন পয়েন্ট পড়ে আছে। নট কয়েনের পর যত প্রজেক্ট আসছে, তার বেশিরভাগই টাইম ওয়েস্ট টাইপ প্রজেক্ট। একদমই পেমেন্ট করে নি যে তাও না, যা করছে তাতে চা-বিস্কুটের খরচও আসে না (সারকাজম করে বল্লাম)। এইজন্য এখন আর করিনা। পরিচিত অনেকেই করে এখনো করতেছে, এই ১০ ডলার ২০ ডলার ৩০ ডলার পায়। সারাদিন কাজকাম না থাকলে করাই যায়। নটকয়েন একমাত্র প্রজেক্ট যেটায় আমি এক সপ্তাহের কম কাজ করছিলাম, ২-৪ দিন মেইবি, বিনিময়ে ৩০ ডলার পাইছিলাম।
যাইহোক, অনেকদিন ধরে টেলিগ্রাম বট ফলো করিনা, নিউ কোনো জেম এর সন্ধান আছে? আর বর্তমান হাইপ চলে কোনটা নিয়ে? লাস্ট যখন দেখছিলাম তখন ব্লুম নিয়ে অনেক লাফালাফি লক্ষ করছি।