কোন দুঃখে? কুকয়েনেই তো দেখলাম এভারেজ ১২৪-২৫ এ সেল হচ্ছে কাল, বাইনান্সেও ঐ রকমই, আজকেরটা জানিনা। আপনার কাছ থেকে ১২৭ করে নেয়ার দরকার কি?
এখানে দুঃখ একটাই আমার সেই বন্ধু এই স্পেসে একেবারেই নতুন, আমি ওকে বলেছি যে আমার কাছ থেকে তুই যে পরিমাণ ডলার নিবি সেটা আমি 127 এর সেল দিব। এখন সে নিয়েছে আমি কি করবো ভাই।
আর আমি ওরে বলছি যে তুই বাইনান্সে গিয়া প্রাইস দেখ এবং ওই জায়গায় পিটুপিতে অর্ডার ক্রিয়েট কর সে গিয়ে প্রাইস দেখেছেও তারপরও আমার কাছ থেকেই নিয়েছে কারণ অল্প কিছু টাকার জন্য সে তার টাকাকে রিস্ক নেবে না মানে পিটুপিতে ইসলামের শিকার হতে পারে এই ভয় আমার কাছ থেকে নিয়েছে আর আমার অসুবিধা হয়েছে ব্যাংক ট্রানজেকশন আর করতে হলো না।
তার মধ্যে আরেকটু মজার বিষয় বলে সে আমার কাছ থেকে যে পরিমাণ ডলার নিয়েছে তার মধ্যে এখনো ১২৭০০ টাকা আমি তার কাছে পাই।
যাই হোক একটা কথা ছিলো, এলবিরেও জিগাইছিলাম আপনারেও জিগাই। কুকয়েনের p2p দিয়ে বাই সেল করছেন কখনো? বা কেউ করে জানেন? মানে সেইফ কিনা জানতে চাচ্ছিলাম, নরমালি আমি পিটুপি করলে বাইনান্সে করি, কুকয়নে করা হয়নি।
আমি করেছি বাইনান্সও যেরকম কু কয়েনও একই রকম শুধুমাত্র ইন্টারফেসগুলোতে একটু চেঞ্জেস। আমার কথা হল আপনি দেখবেন আপনার কু কয়েন থেকে উইথড্র ফি এবং ডলার প্রাইস আমার বাইনান্স এক্সচেঞ্জার ে নিয়ে যাওয়ার চাইতে বেশি লাভজনক হয় কিনা কিছুদিন আগে তো কু কয়েন থেকে ইউএসডিটি জিরো উইথড্রো ফিতে উইড্র করা যেত।
আমি তখন কু কয়েন থেকে ডলারগুলো নিয়ে বাইনান্স এ সেল দিয়েছি।
বাইনান্স বলেন কু কয়েন বলেন সব জায়গায় scamer রয়েছে সো স্ক্যামার গুলো থেকে সাবধানে থাকবেন। সব সময় রিভিউ গুলো চেক করবেন বিশেষ করে নেগেটিভ গুলো