World Test Championship র্যাংকিং এ অস্ট্রেলিয়া কে পিছনে ফেলে সাউথ আফ্রিকার সেরা এক নম্বর পজিশনে চলে গিয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় পজিশনে চলে এসেছে এদিক থেকে ভারতের কপাল পুড়েছে। এভাবে চলতে থাকলে world Test Championship থেকে ভারত ছিটকে পড়ে যাবে। আমি জানিনা কি সমীকরণে এই রেংকিং গুলো হয়ে থাকে। তবে মনে হচ্ছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আমি আসলে ভাই শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলিনি আমি ওয়ার্ল্ড টেস্ট টিমগুলোর র্যাংকিং এর কথা বলছিলাম।
যাই হোক এখন যদি আমি ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর কথা বলি তাহলে এখানে আমাকে বলতে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ মূলত দুই বছরের নামে খেলা হয় আর আমি যতদূর জানি এই দুই বছরে যেসব দলগুলোর মধ্যে খেলা হয় সেই সব দলগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট ধারি দুটো দলের সাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং যে সেই ম্যাচে জিতে যায় সেই টিমকেই ঐ এর টেস্ট চ্যাম্পিয়ন বলা হয়।
এখন মূলত সাউথ আফ্রিকান টিম খুব ভালো খেলতেছে টেস্ট ফরম্যাটে এখন দেখার বিষয় সামনে ইন্ডিয়ার আরো তিনটা ম্যাচ বাকি আছে সেই তিনটা ম্যাচে কি করে তারা।
২০২১ এবং ২০২৩ এর টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছিল এবার কি সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার টিমের মধ্যে খেলা পড়তে যাচ্ছে নাকি ভারতের যে পারফরম্যান্স দেখা যাচ্ছে।