আগামীকাল হচ্ছে বিপিএলের ফার্স্ট রাউন্ড এর শেষ দিন তারপরে শুরু হবে নকআউট পর্ব।
যাই হোক আমার তো রংপুর রাইডার্সকে নিয়ে অনেক আশা ছিল কিন্তু তাদের কি হইল হঠাৎ করে আগের সিজনের মতন এই সিজনেও লাস্টের দিকে এসে বাজে পারফরমেন্সের মাধ্যমে শিরোপা হাত থেকে ছুটিয়ে দেয়।
তবে আমি একটা জিনিস বুঝতেছি না যে এলিমেন্টর রাউন্ডে কোন কোন দল এর খেলা হয় আবার কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার টু হিসেবে দুইটা রাউন্ড রাখা হয়েছে।