ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদাই অনিশ্চিত। কখনো এটা আপ ট্রেনে থাকবে মার্কেট অবস্থা ভালো হবে আবার কখনো মার্কেটের অবস্থা খারাপ হবে এটাই স্বাভাবিক। কিছুদিন পূর্বে মার্কেট আপ ট্রেন্ড এ ছিল এবং বিটকয়েন এর মূল্য সর্বকালের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছিল। তারপর বিটকয়েনের মূল্য ধীরে ধীরে কমতে থাকে।
কিন্তু বর্তমানে বিটকয়েনের অধ্যগতি লক্ষ্য করা যাচ্ছে গত এক দুই দিন আগে বিটকয়েনের মূল্য ৯০ হাজার ডলারের কাছাকাছি থেকে আবার ১ লক্ষ ডলারে কাজ করেছিল। আজকে মার্কেট অবস্থা দেখলাম আরো ভালো। আজ বিটকয়েনের মূল্য এক লক্ষ পাঁচ হাজার ডলারের উপরে দেখতে পেলাম। সবকিছু পর্যালোচনা করে আমার মনে হয়েছে মার্কেট আফট্রেন্ড এ আছে এবং বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।
সোশ্যাল মিডিয়াগুলোতে কোথাও কোথাও দেখলাম মানুষজন বলতেছে এই বার বিটকয়েন শুধুমাত্র হাইপের উপরে পাম্প করতেছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের তারিখকে কেন্দ্র করে। আর এর জন্য এই পাম্পের সময় কাল খুবই কম হতে পারে।
তবে আমি আসলে নিশ্চিত করে কিছু বলতে পারব না, তবে আমার মনে হচ্ছে এর আগেও যেমন মানুষজন এটা বলে বেড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের জেতার পর হয়তো ছোট করে একটা পাম্প দিতে পারে কিন্তু লং টার্মের জন্য আমাদের আরও ওয়েট করতে হবে। সেই ধারণা আমাদের ভুল প্রমাণ করে দিয়ে বিটকয়েন ১০8কে কে ক্রস করে ফেলেছিল এবং বলতে গেলে ৯০ এর নিচে আর নামেনি।
এখন আমার মনে হচ্ছে ট্রাম্পের এইসব গ্রহণের পরেও বিষয়টা এমনই হতে পারে। আমি টার্গেট রাখছি বিটকয়েন যদি ১২০কে কাজ করে তাহলে সেল করে দিব আমার হোল্ডিং করা বিটকয়েন গুলো।