বিটকয়েন অবশেষে এক লাখ ডলার এ পৌঁছে গেল। কি মনে হচ্ছে এটা কততে গিয়ে থামতে পারে। অনেকেই বলতো বিটকয়েন এর দাম বাড়লে ফোরামের সিগনেচার ক্যাম্পেইন এবং বাউন্টি ক্যাম্পেইনে ভালো ভালো প্রজেক্ট আসবে। সেখান থেকে আমরা কাজ করতে পারব প্রতিনিয়ত পেমেন্ট পাব। এটা কি আজও সম্ভব কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ বিটকয়েন এক লক্ষ ডলারের টাচ করেছে এবং সেখান থেকে আবার নেমেও গেছে। এখন আবার মার্কেটের আপ ট্রেন্ড লক্ষ্য করছি। এই মুহূর্তে বিটকয়েনের বাজার মূল্য এক লক্ষ পাস হাজার ডলারের কাছে আছে। এই সময়ে মার্কেটের সবকিছুই ভালো হয়। এখন অনেক ভালো ভালো বাউন্টি প্রজেক্ট এবং সিগনেচার ক্যাম্পেইন আসবে এবং সেগুলো সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি। এখান থেকে কাজ করেন ভালো পেমেন্ট পাওয়া সম্ভব এবং অধিকাংশ প্রজেক্ট এখন পেমেন্ট করবে।
হ্যাঁ এরকমটা আমারও মনে হচ্ছে কিন্তু বর্তমানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এই ফোরামে নতুন করে কোন সিগনেচার ক্যাম্পেইন কিন্তু যুক্ত হচ্ছে না। অপরদিকে বিটকয়েন ডট ওআরজি তে কিছু কিছু প্রজেক্ট রানিং আছে। কিন্তু আগের মতো ক্যাম্পেইন আসতেছে না তাহলে আমরা কিভাবে পার্টিসিপেট করব।
এই ফোরামে যদি নতুন ক্যাম্পেইন আসে তাহলে টেলিপোর্ট একাউন্ট দাড়ি ব্যক্তিরা স্থান পায় বেশি কিন্তু এই ফোরামের নতুন নতুন ইউজাররা যারা কাজ করবে বলে আসতেছে তারা কিন্তু এখানে চান্স পায়না এর মূল কারণ কি?