আমরা দেখতে পাচ্ছি bitcoin মার্কেট আপ ডাউন হচ্ছে। এখন আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না। সেটা হচ্ছে মার্কেট বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে কত হতে পারে?
আপনার আমার কারো ক্ষমতা নেই কি হবে বলার। জাস্ট আপনি পূর্ববর্তী ডাটার উপর ভিত্তি করে প্রিডিকশন করতে পারবেন, এমন হতে পারে ওমন হতে পারে। আমরা সবাই তাইই করে আসছিলাম এতোদিন। প্রতি সিজনেই মার্কেট একটা প্যার্টান ফলো করে, বাট এই বছর কোনো মিলই খুজে পাচ্ছিনা। বিটকয়েন পূর্ববর্তী সিজনের ATH ক্রস করে ডাম্প খাওয়ার কথা ছিলো। এই লিকুইডিটি যে চলে গেলো, এগুলো ঘুরে ফিরে Altcoin এ আসতো। এসে হিউজ পাম্প হতো অল্টকয়েন। তবে এবছর কিছুই হতে পারে নাই। মার্কেট ঠিকই ডাম্প খাইছে বাট অল্ট আর উঠতে পারে নাই। ইথার পাম্প করা শুরু করতো আর তার পেছন পেছন বাকিরাও পাম্প নিতো। বাট এবছর ইথেরিয়াম এমন গু পারফরমেন্স দিবে কে জানে!
শেষে একটা কথাই বলবো আশা ছাইরেন না। লং টার্ম হোল্ড করতে পারলে প্রফিট আসবে সিউর। প্যানিক হয়ে সেল করলেই মারা খাবেন। আজ দেখছেন ৭৫k তে চলে গেছে তাই ভয়ে সেল করে দিছেন। পরেরদিন সকালে উঠে দেখবেন আবার ৮০k তে চলে গেছে। এমনই হয়। প্রতিবছর ই মার্কেট ম্যানুপুলেট হয়, তবে এবছর একটু বেশিই মনে হইছে, ট্রাম্পের কারনে।