এডমিন মনে হয় এই প্রতিযোগিতা এনাউন্স করতে গিয়ে একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছে নিয়ম-কানুন খুব বেশি এপ্লাই করেনি অলরেডি চারটি ডিম খুঁজে পাওয়া গেছে যাও আবার একটি ইউজার নিজেই কয়েকটি পেয়েছে।
আবার দেখলাম dragononcrypto একটু মসলা ঢালতে গিয়ে আবার মাইনাস টেন কারমা খাইছে মনে হয় এডমিনের থেকে।
আমার মনে হয় না এপ্রিলের শেষ পর্যন্ত যাইতে হবে আর কয়েক ঘণ্টার মধ্যে হয়তো বা পাঁচ নম্বর ডিমটাও খুঁজে পাওয়া যাবে। সত্যিই মাত্র কয়েক ঘণ্টার কনটেস্ট lol
হ্যাঁ মিয়া সেটাই দেখতেছি। শুরু হওয়ার আগেই শেষ! লল

। টোটাল ৪ টা ডিম পাওয়া গেছে আর ১ টা বাকি। এডমিন একেবারে অভিয়াস অভিয়াস জায়গায় ডিমগুলো রাখছে! আগে যেয়েই পিন পোস্ট ঘাটা শুরু করছি, আমি ২ টা ডিম খুঁজেও পাইছিলাম, বাট যেই মাত্র গিয়ে পোস্ট দিবো গিয়ে দেখি মিয়া' ভাই অলরেডি পোস্ট মেরে বসে আছে। আর এখানে আলাদা কিছু রুলস সেট করা লাগতো। একজন একটার বেশি এন্ট্রি দিতে পারবেনা বা এমন কিছু। একজনই সব ডিম নিয়ে পগার পার তাহলে কেমন হলো জিনিসটা।
যাইহোক লাস্ট ডিম মেইবি একটু কঠিন জায়গায় লুকানো। এখনো পায়নি।