Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আগে যে পোস্টটি দিয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু মার্জিন সম্পর্কে আমি বুঝতে পারলাম না প্লিজ আপনি আবার পোস্ট এডিট করে বলুন ধন্যবাদ।
আপনি অনেক ভালো একটা পোস্ট করছেন। কিন্তু আমি একটা বিষয় ভালোভাবে বুঝতে পারিনি।দরেন আমার কাছে ৫০$ আছে আমাকে এর ৫গুন লোন দিলো তা হলে কি সব গুলা $ আমার ওয়ালেটই থাকবে নাকি যে পরিমান আমি লোন নেবো সব গুলা তাদের ওয়ালেট থাকবে আমি তাদের ওখান থেকে ট্রেড করবো। আর আমার মনে হয় না বিনান্স মার্জিন ট্রেড থেকে যারা ছোট ট্রেডার আছে তাদের বেশি লাভ হবে। যাদের অনেক ডলার আছে তাদের বেশি লাভ হবে।আরেকটা প্রশ্ন আমার যদি কম ডলার থাকে তা হলে কি ওই ডলারের পারসেন্টে অনুযায়ী কাটবে নাকি ৫০$ জা ৫০০০$ একই পারসেন্টে কাটবে??
আমি কোনটিই ভালো বুজতে পারি নি। নতুন যার কারনে একটু প্রবলেম হচ্চে। আশা করি ঠিক হয়ে যাবে।
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে। মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড