Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: Goku01 on August 08, 2018, 05:38:37 PMভাই পয়েন্ট আর কারমা ২ টার সম্পক কি ? পয়েন্ট বেশি পাইলে কি কারমা বাড়ে? কাজ পাওয়ার ক্ষেত্রে ২ টার দরকার কি? ধন্যবাদ সবাইকে কারমা হলো বিটকয়েনটকের মেরিটের মতো এটি বলতে মূলত যোগ্যতা বোঝায়। আর পয়েন্ট পোস্ট করলে আপনাআপনি হয়, কারমার সাথে পয়েন্টের কোনো সম্পর্ক নাই।
ভাই পয়েন্ট আর কারমা ২ টার সম্পক কি ? পয়েন্ট বেশি পাইলে কি কারমা বাড়ে? কাজ পাওয়ার ক্ষেত্রে ২ টার দরকার কি? ধন্যবাদ সবাইকে
কারমা হলো পজিটিভ পয়েন্ট কিংম্বা নেগেতিভ পয়েন্ট আর এটা পাবার জন্য যা করতে হবে টা হলোঃ১। আপনার পোস্ট আবস্যই সেকসন রিলেটেড হতে হবে মানে আপনার পোস্টটা যদি ইথার(ETH) রিলেটেড হয় টা হলে পোস্টটা অবস্যই ওই সেকসন এ করতে হবে২। পোস্টে পোস্ট রিলেটেড বিষয় লিখটে হবে৩। পোস্ট স্পাম করা যাবে না ৪। সুন্দর পোস্ট আর জন্যও আপনি পজিটিভ কারমা পেটে পারেনআর নেগেতিভ কারমা থাকলে আপনার যা যা খতি হবে তা হলোঃ১। আকটি নেগেতিভ কারমা জন্য -১০০২। ২ আকটি নেগেতিভ কারমা জন্য -৪০০৩। ৩ আকটি নেগেতিভ কারমা জন্য -১৬০০
Quote from: Goku01 on August 08, 2018, 05:38:37 PMভাই পয়েন্ট আর কারমা ২ টার সম্পক কি ? পয়েন্ট বেশি পাইলে কি কারমা বাড়ে? কাজ পাওয়ার ক্ষেত্রে ২ টার দরকার কি? ধন্যবাদ সবাইকে ভাই আসলে কারমা বলতে বোঝায় আপনার কর্মফল এটার মানে হলো আপনি এখানে ভালো বা খারাপ যেকোনো কাজের জন্যে আপনি এটা পেতে পারেন সেটা ভালো বা খারাপ দুটোই হতে পারে, আপনাকে অবশ্যই মনে রাখা দরকার যে এখানে এই ফরাম এর রুলস এর বিদুদ্ধে যেয়ে কিছু করা যাবেনা, যদি আপনি করতে যান তাইলে সমস্যাতে পরতে পারেন।
Quote from: skillerx23 on March 22, 2018, 04:21:14 PMআর নেগেতিভ কারমা থাকলে আপনার যা যা খতি হবে তা হলোঃ১। আকটি নেগেতিভ কারমা জন্য -১০০২। ২ আকটি নেগেতিভ কারমা জন্য -৪০০৩। ৩ আকটি নেগেতিভ কারমা জন্য -১৬০০কারমা সম্পর্কে ধারণা দেয়ার জন্য ধন্যবাদ । কিন্তু আমি -১০০ , -৪০০, -১৬০০ কি? বুঝতে পারলাম না । কি ভাবে পাবো সেটা ক্লিয়ার , ব্যাট মাইনাস হলে কি কি ??
আর নেগেতিভ কারমা থাকলে আপনার যা যা খতি হবে তা হলোঃ১। আকটি নেগেতিভ কারমা জন্য -১০০২। ২ আকটি নেগেতিভ কারমা জন্য -৪০০৩। ৩ আকটি নেগেতিভ কারমা জন্য -১৬০০