গত পোস্টে দেখিয়েছিলাম কিভাবে মেটামাস্কে একাউন্ট করতে হয়। (
https://www.altcoinstalks.com/index.php?topic=110342.msg665289#msg665289)
আপনি চাইলে মাইইথারওয়ালেট না খুলেও শুধু মেটামাস্ক ব্যবহার করতে পারবেন। তবে আমরা যেহেতু প্রথম থেকেই মাইইথারওয়ালেট এর সাথে পরিচিত তাই আজকে দেখাবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেটকে কানেক্ট করতে হয়? আগেই বলে রাখছি- মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করলে আর মাইইথারওয়ালেটে লগইন করা লাগবেনা, শুধু মেটামাস্কে লগইন করলেই হবে। সুতারং এটা খুবই একটা সিকিউরড পদ্ধতি। তাহলে চলুন জেনে নেই কিভাবে কি করতে হবে-
১। প্রথমে গতপবের পোস্টটি পড়ে সেভাবে একাউন্ট করে নিন এবং শেসে দেখিয়েছি কিভাবে লগইন করতে হয় মেটামাস্কে সেটা অনুসরণ করুন।
২। লগইন করার পরে ড্যাশবোডে বক্স চিহ্নিত স্থানে ক্লিক করুন।
৩। এরপরে Import Account এ ক্লিক করুন।

৪। এরপরে আপনি প্রাইভেট কি অথবা কিস্টোরফাই দুটির যে কোন একটি সিলেক্ট করুন ( এটা অবশ্যই আপনার মাইইথারওয়ালেট এর প্রাইভেট কি বা কিস্টোরফাইল হবে) এবং যেটা সিলেক্ট করবেন সেটা কপি করে পেস্ট করুন।
৫। এখন Import এ ক্লিক করুন। বাস ইমপোট হওয়া মানেই আপনার মাইইথারওয়ালেট মেটামাস্কের সাথে কানেক্ট হয়ে গেলো।
এখন থেকে আপনাকে আর মাইইথারওয়ালেটে লগইন করতে হবেনা, মেটামাস্কে লগইন করেই সব কাজ করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।