সত্যিকথা বলতে আমার কাছে মনে হয় যে, ক্রিপ্টোমার্কেটে এখনো কিছুটা নিম্নগতি দেখার বাকি আছে কারণ এর আগে যতবার বিটকয়েনের হালভিং হয়েছে ততবারে বিটকয়েনের মূল্যে একটু কারেকশন দেখা দিয়েছে । কিন্তু ২০২০ সালের এই হালভিং এর পর সেই কারকশন এখনো দেখা যায়নি। বিটকয়েনের মূল্য শুধুমাত্র ৯-১০ হাজারের মধ্যেই উঠা-নামা করতেছে । তাই যদি পূর্ববর্তী প্যাটার্ন অনুসরণ করে ,তাহলে বিটকয়েনের মূল্য ৭.৫-৮ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে । আর এরপর শুরু হতে পারে , বিটকয়েনের বুল রান কিংবা বলা যায় ক্রিপ্টোমার্কেটের উর্ধ্বগতি। কারণ বিটকয়েনের মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে ক্রিপ্টো মার্কেটের ভলিউম বৃদ্ধি পায় । এছাড়াও অন্যান্য অল্টকয়েনও বৃদ্ধি পায়।