এটা স্বাভাবিক বিষয়। এয়ার্ড্রপ এর জন্য বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কারণ রেফার করলে ইনকাম করা সম্ভব। তবে বাউন্টি এর জন্য টেলিগ্রাম চ্যানেল নেই, কারণ এখানে রেফার প্রোগ্রাম নেই। তাই যে ব্যক্তি বাউন্টি আপডেটগুলো শেয়ার করবে সে ক্ষতিগ্রস্ত হবে, তাই বাউন্টি এর আপডেট জানানোর জন্য কোন গ্রুপ বা চ্যানেল নেই।