প্রত্যেকটা ওয়ালেটই ভালো। কিন্তু আপনি যদি আপনার ওয়ালেট private key সুরক্ষিত না রাখতে পারেন। তাহলে আমি বলব যে আপনি যত ভালো ওয়ালেট খুজেন না কেন কোন লাভ হবে না। আগে আপনি আপনার private key গুলো সুরক্ষিত রাখেন। তাহলে আপনার কাছে যেকোনো ওয়ালেট ভালো মনে হবে।