আমি মনে করি আপনার এন্ড্রয়েড ফোনটিকে কাজে লাগিয়ে যতটা পারেন ETN মাইনিং ইনকাম করা উচিত। বর্তমানে এই কয়েনটির বর্তমান মূল্য 0.025$ আর মোবাইলে মাইনিং করে প্রতিদিন কম্পক্ষে 10 টা করে ETN সংগ্রহ করতে পারবেন। মনে করছেন সারাদিনে মোবাইলের ব্যাটারি বা পাওয়ার খরচ করে মাত্র 0.25$ ? কি লাভ?
আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি! গত ডিসেম্বরে যখন বিটকয়েনের মূল্য 19 হাজারে হিট করেছিল তখন এই টোকেনের মূল্য ছিল 0.14$ সূতরাং সেই হিসেবে ১০ টা ETN= 1.4$

বিটিসি ডিসেম্বরে হয়ত আরো অনেক বাড়বে অনেকের ধারণা বিটিসি 45 হাজারেও হিট করতে পারে ১৯ সালের মধ্যে। 2 বছরের মধ্যে হয়ত ETN ও হয়ে যেতে পারে 0.50 ডলার। তখন কি দাড়াবে? 10 টোকেন মানে 5 ডলার!

তাই আমার আহব্বান সুযোগকে কাজে লাগান। আমি বর্তমানে ৩ টা কোয়েন মাইনিং করছি। তার মধ্যে ETN এই ভালো কিছু আশা করছি। ডেইলি ১০ টোকেন হলে । মাসে 300 টোকেন! এক বছর মাইনিং করলে 300X12=3600 টোকেন। কারো রেফারে যদি জয়েন করেন যত মাইনিং হবে তার সাথে 1% বোনাস পাবেন। আবার কাউকে রেফার করলে সে যত মাইনিং করবে তার 5% বোনাস পাবেন। এই রকম সুযোগ আর কোন কয়েন দিচ্ছে বলে আমার জানা নাই।
এখন আপনারাই বলেন এই সুযোগ কি হাত ছাড়া করা ঠিক হবে?
যারা যারা ইটিএন মাইনিং করতে চান তারা এখানে কমেন্ট করুন। ভালো সারা পেলে আমি আরেকটা পোস্ট করব যেখানে মাইনিং সম্পর্কে A to Z থাকবে।