উল্লিখিত সব সম্ভাবনার জন্য বিটকয়েনের দাম বাড়ে। আবার হঠাৎ কোনো জালিয়াতি হলে বা ধরা পড়লে এর দাম কমে। আবার কোনো দেশ আগে অবৈধ ঘোষণা করলে, অথবা কোনো দেশ এই মুদ্রার পক্ষে অবস্থান নিলে মুহূর্তেই দাম অনেক কমে বা বেড়ে যায়। দাম বাড়া-কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অন্যান্য সাংকেতিক মুদ্রার অবস্থান। যদি খবর রটে, ইথারিয়াম অথবা রিপল হবে ভবিষ্যতের মুদ্রা, তাহলে বিটকয়েনের দাম কমবে। এসব নানা কারণে বিটকয়েনের দাম বাড়ে-কমে। এর মধ্যে মুনাফালোভী বড় বড় কুমিররূপী বিনিয়োগকারী হঠাৎ অনেক বিনিয়োগ করে বিটকয়েনের দাম বাড়াতে পারে, আবার হঠাৎ সব টাকা তুলে নিয়ে ধস নামাতে পারে।