2020 সালে ইথেরিয়াম ইতিমধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে।ইতিমধ্যে ইথেরিয়াম 600 ডলার ছাড়িয়ে গিয়েছে। যেটা 2019 সালে দাম ছিল 200 থেকে 300 ডলার। বর্তমানে এটি পেরে অনেক পরিবর্তন করে দিয়েছে ক্রিপ্টোকারেন্সি কে। ইথেরিয়াম এর দাম বাড়বে না কমবে সেটা বলা খুবই মুশকিল। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী করা খুবই মুস্কিল। কারণ এটির দাম সব সময় আপডাউন করে। 2021 সালে ইথেরিয়াম এর দাম 800 ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছি আমি।