আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন? অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
ভাই সব সময়ই আমার কাছে বিটকয়েনের চেয়ে ক্যাশ টাকার গুরুত্ব অনেক বেশি। কারন বিটকয়েন হলো একটা ভার্চুয়াল কয়েন যা বাস্তবে ভিত্তিহীন।
বাস্তবে বিটকয়েনের কোন অস্তিত্ব নেই যদি না এটা টাকায় রুপান্তরিত না করা হয়। তাছাড়া যে কোন সময় বিটকয়েনের দাম কমতে পারে, আবার অনেক বাড়তেও পারে। তাই এই কয়েনের উপর আমাদের বাস্তব জীবন নির্ভর করে চলতে পারে না।
অন্যদিকে টাকা টা হলো আমাদের জন্যে খুবই প্রয়োজনীয় একটা বস্তু যা আমাদের জীবন যাপনের জন্যে সব সময় দরকার। টাকা ছাড়া আমরা কেউ কোন কাজ করতে পারিনা। তাই আমার কাছে বিটকয়েনের থেকে ক্যাশ টাকার গুরুত্ব অনেক বেশি। আমার কাছে ক্যাশ টাকার বিকল্প কিছু নেই।