কয়েকদিন আগেও ইথেরিয়াম এর অবস্থান ছিল 580 ডলারের কাছাকাছি কিন্তু আজ আবার coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম এর অবস্থান 650 ডলারের ওপরে। বলা যায় মোটামুটি ভালো পজিশনেই রয়েছে এই ইথেরিয়াম। আপনার ধারণা ঠিক হতে পারে, বর্তমানে ইথেরিয়াম এর মুভমেন্ট খুব ভালো লক্ষ করা যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো ইথিরিয়াম 2021 সালের শুরুতেই 1000 ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিমত। জানিনা ঠিক হবে কিনা কারণ যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব।