Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
কিছু কিছু প্রজেক্ট সাকসেস হয় তবে সেগুলোর বাউন্টি বাজেট এত অল্প হয় যে সেটা সেল করে অনেক সময় ক্যাশ করতে গেলে নিজের পকেট থেকে উল্টো ফি দিতে হয়। কারণ বর্তমানে ট্রানজেকশন ফি অনেক বেড়ে গেছে। বাউন্টি বাদও দিতে পারিনা, বাদ দিলে পেমেন্ট একেবারে অফ হয়ে যাবে আবার করেও ঠিকমত পেমেন্ট পাওয়া যাচ্ছেনা বর্তমানে। এভাবে আরো কয়েকমাস চলতে থাকলে হয়তো বাদই দিতে হবে।
Quote from: Bony11 on October 07, 2020, 08:47:56 AMবর্তমানে এই করোনা কালীন সময়ে বাউন্টি করে পেমেন্ট পাওয়া যায় কি? সবার মতামত চাই।আসলে আমি ব্যক্তিগতভাবে করোনাকালীন সময়ে কোন ভালো প্রজেক্ট পাইনি তবে মার্কেট অনেক আপ হয়েছে এটা সত্য। যেই বাউন্টিগুলো মোটামুটি মানেরও সাকেসেসে হয়েছে সেগুলো পেমেন্ট সিসেটম এমন করছে যে ওই বাউন্টিগুলো করেও কোন লাভ হচ্ছে না। সত্যিই কথা বলতে কি এখন পার্টিচিপেন্ট এতো বেড়ে গেছে বাউন্টি সাকসেস হয়েও কোন লাভ নাই যা পাওয়া যায তা দিয়ে ফি ও ঠিকমত উঠেনা।
বর্তমানে এই করোনা কালীন সময়ে বাউন্টি করে পেমেন্ট পাওয়া যায় কি? সবার মতামত চাই।
Quote from: Malam90 on October 07, 2020, 04:15:53 PMকিছু কিছু প্রজেক্ট সাকসেস হয় তবে সেগুলোর বাউন্টি বাজেট এত অল্প হয় যে সেটা সেল করে অনেক সময় ক্যাশ করতে গেলে নিজের পকেট থেকে উল্টো ফি দিতে হয়। কারণ বর্তমানে ট্রানজেকশন ফি অনেক বেড়ে গেছে। বাউন্টি বাদও দিতে পারিনা, বাদ দিলে পেমেন্ট একেবারে অফ হয়ে যাবে আবার করেও ঠিকমত পেমেন্ট পাওয়া যাচ্ছেনা বর্তমানে। এভাবে আরো কয়েকমাস চলতে থাকলে হয়তো বাদই দিতে হবে।আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। বর্তমানে বাউন্টি করে তেমন কোন পেমেন্ট পাওয়া যাচ্ছে না।এভাবে যদি আরও কয়েক মাস চলতে থাকে তাহলে হয়ত বাউন্টি করা বাদ দিতে হবে।
এখন কিছু কিছু বাউন্টি প্রজেক্ট সাকসেস হলেও তা থেকে খুব একটা পেমেন্ট পাওয়া যায় না। কারণ বাজেট কম থাকে এবং পার্টিসিপেট এত বেশি যে খুব সামান্য পেমেন্ট পাওয়া যায় যা ট্রানজেকশন করতেই শেষ হয়ে যায়।