Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি। Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি । বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
হা, এমনিতেও নতুন যারা আছে তারা না বুঝেই ফোরামের পরিবেশ কিছুটা নষ্ট করে দিয়েছিলো। কিন্তু কতক মেম্বার আর মডারেটরদের সহযোগিতায় আমরা আবার একটা সুন্দর লোকাল ফোরাম ফিরে পেয়েছি। উপরের র্যাংকে যারা আছে তারা নিয়মিত পোস্ট করলে অচিরেই আমাদের কোয়ালিটি পোস্ট বেড়ে যাবে।
Quote from: Nostoman on October 20, 2020, 04:12:47 PMপুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি। Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি । বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।আপনার সরলতা আমাকে মুদ্ধ করছে ভাই। আপনার এই আন্তরিকতার জবাব তারা অবশ্যই দিবে একসময়। আপনি যেভাবে বাংলা বোর্ডকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে আছেন আমি মনে করি সামনে এই বোর্ড আপনার হাত ধরে আরো অনেকদূর এগিয়ে যাবে। লেগে থাকুন এবং কামিয়াপ হোন।ধন্যবাদ।