আমার মনেহয় আমাদের বাংলাবোর্ডে অনেক কাদা ছুড়াছুড়ি হচ্ছে। ভূলভ্রান্তি যে কারো হতে পরে, তবে সিনিয়র ভাইদের ভূলভ্রান্তি নিয়ে আমরা যারা নীচের র্যাংকে আছি তারা যেন শালীনতা বজায় রেখে কথা বলি। আমি চাই কোন বিষয়ে ভূল হলে, সে বিষয়ে সিনিয়র ভাইয়েরা কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমন না করে শালীনতা বজায় রেখে গঠনমূলক আলোচনা করবেন; যাতে সেখান থেকে আমরা শিখতে পারি ও আমাদের নিজেদের ভূল গুলো শুধরাতে পারি।