বিটকয়েনের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। এর আর থামার কোন অবকাশ নেই। দিন যাবে বাড়বে। বিভিন্ন প্রিডিক্টর বলেছেন যে এর দাম আগামিতে 100000 ডলার হবে এখন বিটকয়েন সেই গতিতেই চলছে বলতে হয়। এর প্রাইস শুধু বাড়বেই কমার কোন আশঙ্কা নেই। আজকে বর্তমানে বিটকেয়েনের দাম হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। 25829 ডলারে গিয়ে টেকেছে। আমি মনে করি এটি আরও বহু গুনে বেড়ে যাবে।