Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আপনি যদি আইডির বয়স অনুযায়ী রাঙ্ক বাড়াতে চান তাহলে লক্ষ করুন: সাত দিন বয়স হলে জুনিয়র মেম্বার হতে পারবেন15 দিন বয়স হলে মেম্বার হতে পারবেনএক মাস বয়স হলে ফুল মেম্বার হতে পারবেনদুই মাস বয়স হলে সিনিয়র মেম্বার হতে পারবেনতিন মাস বয়স হলে হিরো মেম্বার হতে পারবেনছয় মাস বয়স হলে লিজেন্ডারি মেম্বার হতে পারবেনএভাবে বয়সের পর্যায়ক্রমে আপনি আইডির রাঙ্ক বাড়াতে পারবে তা না হলে পোস্ট দিবেন কিন্তু কাউন্ট হবে না বয়স না হলে তাই রেঙ্ক বাড়াতে চাইলে অবশ্যই আইডির। বয়স হতে হবে
আমার আইডির বয়স মোটামুটি ভালো ফোরাম সম্পকে ভালো কিছু না জানার কারণে আমি ফোরামে বেশি সময় দিতাম না । কারণ আমার কোন সাপেট না থাকার কারণে আমি কারো সাথে কথা বলতে পারতাম না। কিন্তু বতমান সময়ে আমার আইডির বয়স মোটামুটি ভালো। আমার এই ফোরামের সিনিয়ার ভাইদের কাছে একটা কথা আমাকে কেউ নেগিটিভ কারমা দিবেন না আমি ফোরামে সম্পকে তেমন কিছু জানি না । এই না জানার কারণে আমার আইডিতে নেগেটিভ কারমা দিলে আমার মত য়ারা নতুন তারা কাজ করার মত ইচ্ছা হারিয়ে ফেলে।
Quote from: Phython on July 02, 2021, 03:45:16 PMআমার আইডির বয়স মোটামুটি ভালো ফোরাম সম্পকে ভালো কিছু না জানার কারণে আমি ফোরামে বেশি সময় দিতাম না । কারণ আমার কোন সাপেট না থাকার কারণে আমি কারো সাথে কথা বলতে পারতাম না। কিন্তু বতমান সময়ে আমার আইডির বয়স মোটামুটি ভালো। আমার এই ফোরামের সিনিয়ার ভাইদের কাছে একটা কথা আমাকে কেউ নেগিটিভ কারমা দিবেন না আমি ফোরামে সম্পকে তেমন কিছু জানি না । এই না জানার কারণে আমার আইডিতে নেগেটিভ কারমা দিলে আমার মত য়ারা নতুন তারা কাজ করার মত ইচ্ছা হারিয়ে ফেলে।প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে। আপনি চিন্তা করবেন না এই ফোরামে কেউ আপনাকে খুব সহজে নেগেটিভ কার্মা দেবেনা। এখানে সবার মধ্যে একটা ভ্রাতিত্ববোধ আছে। সবাই সবাইকে খুব সহযোগিতা করে। আপনি আপনার বিভিন্ন সমস্যায় পরামর্শ চাইবেন দেখবেন পেয়ে যাবেন । কিন্তু ভাই আপনার কাছে অনুরোধ রইলো আপনি পোস্ট করার আগে অবশ্যই সবগুলো বানান আবার একবার পড়ে নেবেন তারপর বানান ভুল থাকলে ঠিক করে পোস্ট করবেন। ভুলভাল থাকলে আপনার ব্যাক্তিত্ব নস্ট হবে সেই সাথে ফোরামের ভাবমুর্তি নস্ট হবে।
ফোরামে একাউন্ট এর রেংক বাড়াতে হলে একাউন্টের বিভিন্ন বয়সের প্রয়োজন হয়। আপনি চাইলেই যখন তখন যে কোন আইডি রেঙ্ক বাড়াতে পারবেন না। তবে জুনিয়র মেম্বার হতে কোন বয়স লাগে না এরপর থেকে ফুল মেম্বার সিনিয়র মেম্বার হিরো মেম্বার এগুলো হতে আপনার নির্দিষ্ট বয়স হয়েছে।
ভাই, সত্যি বলতে এই বিষয়টি আমার একদমই জানা ছিল না. এই ফোরামে যে আবার id এর rank up করার জন্য id এর বয়স প্রয়োজন হয় তা এই মাত্র জানলাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটি সত্যি আমার জন্য অনেক উপকারে আসলো।