আমি 2018 সালে থেকে Metamask ওয়ালেটটি ব্যবহার করে আসছি এটি ব্যবহার করে আমি কখনো দেখিনি যে কখনো তারা আমার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অনুরোধ করছে কখনো এটি আমাকে কোন কয়েন ট্রান্সফারের সময় অসুবিধা সৃষ্টি করেনি অনেকেই বলছেন যে ব্লকচেইন ওয়ালেটটি সব থেকে ভালো আমি মনে করি যে আমার ব্যবহার করা মেটামাস্ক ওয়ালেট টি সবচেয়ে ভালো,,সিনিয়র ভাইদের মতামত আশা করছি,,
"Not your Key, Not your crypto"- এই কথাটি ক্রিপ্টোকমিউনিটির মোটামুটি সবার কাছে পরিচিত, যদি প্রথম পরিচিত হোন তাহলে কোনো সমস্যা নাই। এককথায় যতক্ষণ আপনার কাছে যেকোনো প্রকার কয়েনের প্রাইভেট কী সুরক্ষিত আছে, ততক্ষণ কোনো সমস্যা নেই । আপনি চাইলে ব্লকচেইন কিংবা মেটামাস্ক কিংবা ট্রাস্টওয়ালেট কিংবা ম্যাথ ওয়ালেটেই ব্যবহার করেন। প্রত্যেকটি ওয়ালেটের জন্য বিশেষ কিছু সেক্টর রয়েছে এবং সেই অনুযায়ী তারতম্য হয়ে থাকে।
গ্রামে একটা প্রবাদ আছে-কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ।
কোথায় ব্লকচেইন আর কোথায় মেটামাস্ক।
আরে সব ক্রিপ্টো ওয়ালেটের জনকই তো ব্লকচেইন ওয়ালেট। আর দুটোর মধ্যে আপনি তুলনা করছেন কেন? দুই ওয়ালেটের ধরনই তো আলাদা।
ব্লকচেইন হচ্ছে বিটকয়েন ওয়ালেট। তবে এখানে বর্তমানে বিটকয়েন, লাইটকয়েন, বিটকয়েনক্যাশ ও ইথারের মত কয়েকটা কয়েন হোল্ড করা যায়। মুলত এটা বিটকয়েন ওয়ালেট। আর মেটা মাস্ক হচ্ছে ইথারিয়াম ওয়ালেট বা ইআরসি২০ ওয়ালেট। এখানে ইথারিয়াম সহ যে সব টোকেন ইথারিয়াম ব্লকচেইন ব্যবহার করে টোকেন তৈরি করেছে সেসব টোকেন ট্রান্সফার ও হোল্ড করা যায়। এখানে বিটকয়েন তো সাপোর্ট করেনা। সুতারং তুলনা দিলেও তো তার মধ্যে কিছুটা সাদৃশ্য থাকতে হয়।
মেটামাস্ক মূলত ডেভেলপারদের জন্য বেশ উপকারী। কেননা, যারা নতুন প্রজেক্ট আনে , তারা টেস্টিং করার জন্য কিছু টেস্ট নেটওয়ার্ক ব্যবহার করে, যেমন: Ropsten, Rinkeby প্রভৃতি। আর ব্লকচেইন ওয়ালেটের অনেক চেয়ে ভালো অনেক ওয়ালেট আছে। ব্লকচেইন এখন মাল্টিচেইন ওয়ালেট বলা যায়। আর এমন অনেক ওয়ালেট আছে, যারা ব্লকচেইনের তুলনায় বেশি জনপ্রিয়, কারণ তারা ব্লকচেইনের মতো শুধুমাত্র ওয়ালেট ব্যক্তিগত ওয়ালেট সার্ভিস প্রদানের পর অন্যান্য বিভিন্ন বিষয় যেমন: Web3 app or Dapp এর জন্য সার্ভিস প্রদান করতেছে। ব্লকচেইন সবচেয়ে পুরাতন হওয়ায় বেশ জনপ্রিয় । তবে শেষ পর্যন্ত একটি কথায় আসে "Not your Key, Not your crypto" , সেটি যেই ওয়ালেটই হোক না কেন।
