গত পরশু দিন ফোরামে আমার হাঁটি হাঁটি পা পা করে দু বছর পূর্ণ হলো। গত দুবছরে বাংলা বোর্ডের সবার সহযোগীতায় আমি এগিয়ে গেছি এবং আমার মোট পোস্টের মধ্যে ১০০২ টা পোস্ট বাংলা বোর্ড এ করেছি। যা আমার মোট পোস্টের প্রায় 44 শতাংশ। আমি জানিনা কতটুকু আপনাদের সহযোগতীতা করতে পেরেছি। আমি চেষ্টা করেছি, তবু আমিও মানুষ, আমার ও সীমাবদ্ধতা ছিলো। অতীতের মতই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারাও স্পাম না করে উপকারমূলক পোস্ট করুন। ধন্যবাদ জানাচ্ছি নস্টম্যান সহ সকল সিনিয়র ও জুনিয়র ভাইদের। আপনাদের জন্যও শুভ কামনা রইলো, আপনারাও মাতৃভাষা বাংলা বোর্ডকে সচল রাখবেন।

ভাই আপনার প্রতি অভিনন্দন ও শুভকামনা রইলো। আপনি আমাদের লোকাল বোর্ডের একজন অভিভাবক। আপনার কাছে থেকে আমরা যারা নতুন বা পুরাতন আছি তাদের অনেক কিছুই শেখার আছে, জানার আছে। আপনার পোস্ট গুলো সব সময়ই খুব গুরুত্বপূর্ণ তথ্যের আলোকে হয়ে থাকে যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়।
আমি আশা করি যে, আপনি এভাবেই সামনের দিন গুলোতেও আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন যা আমাদের সকল মেম্বারসহ ফোরামের উন্নতিতে কাজে লাগবে।