Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
এখন বিটকয়েন নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে, আর সেটি হলো ১৯৭৮৩ ডলার, আর আগেরটি ছিল ১৯৬৬৫ ডলার। আর বিটকয়েনের মূল্য ২০হাজার ডলার পার হবে কিনা সেটি নির্ভর করবে, এই মাসের যে ক্যান্ডেলটি আছে সেটি কত মূল্যে শেষ করার পর ডিসেম্বরের জন্য নতুন ক্যান্ডেলটি কত মূল্যে তৈরি করে। আর নতুন ক্যান্ডেলটি যদি ১৯৬৬৫ ডলারের উপরে তৈরি হয়, আশা করি ছোট একটি পাম্প দেখা যাবে। যদিও কারেকশনের সম্ভাবনা থেকেই যায়।CG: https://www.coingecko.com/en/coins/bitcoinCMC: https://coinmarketcap.com/currencies/bitcoin/নোট: CMC এবং CG সকল এক্সচেঞ্জের মূল্যের একটি গড় এমাউন্ট দেখায়, তাই সর্বোচ্চমূল্যটি কমবেশি দেখাতে পারে। আপনাদের মতামত জানাবেন।
Quote from: Review Master on November 30, 2020, 04:28:26 PMএখন বিটকয়েন নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে, আর সেটি হলো ১৯৭৮৩ ডলার, আর আগেরটি ছিল ১৯৬৬৫ ডলার। আর বিটকয়েনের মূল্য ২০হাজার ডলার পার হবে কিনা সেটি নির্ভর করবে, এই মাসের যে ক্যান্ডেলটি আছে সেটি কত মূল্যে শেষ করার পর ডিসেম্বরের জন্য নতুন ক্যান্ডেলটি কত মূল্যে তৈরি করে। আর নতুন ক্যান্ডেলটি যদি ১৯৬৬৫ ডলারের উপরে তৈরি হয়, আশা করি ছোট একটি পাম্প দেখা যাবে। যদিও কারেকশনের সম্ভাবনা থেকেই যায়।CG: https://www.coingecko.com/en/coins/bitcoinCMC: https://coinmarketcap.com/currencies/bitcoin/নোট: CMC এবং CG সকল এক্সচেঞ্জের মূল্যের একটি গড় এমাউন্ট দেখায়, তাই সর্বোচ্চমূল্যটি কমবেশি দেখাতে পারে। আপনাদের মতামত জানাবেন।। বিটকয়েন এর আপডেট নিউজ এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বিটকয়েনের দাম সম্পর্কে যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তার সাথে আমি একমত।বিটকয়েন তার অতীত সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড এর সূচনা করলো। বিটকয়েনের দাম 20k স্পর্শ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
দেখতে পাচ্ছি অলরেডি 2017 সাল কি রিপিট করে ফেলেছে বিটকয়েনের প্রাইস। বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা পাম্প করবে কেউ জানতে পারছিল না তো এটি প্রাইস এত বাড়ায় অনেক ভালো হয়েছে ক্রিপ্টোকারেন্সি দের জন্য। মনে করি বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে আরও অনেক বৃদ্ধি পাবে।