Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Herry on December 01, 2020, 08:51:23 AMসকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছু সংখ্যক TWT টোকেন হোল্ড করে রেখেছি এর ভবিষ্যৎ কিরকম হতে পারে বলে আপনারা মনে করেনআশা করি এ বিষয়ে সকল সিনিয়ার ভাইয়েরা তাদের মূল্যবান মতামত জানিয়ে উপকার করবেন TWT টোকন হোল করে রাখব নাকি এখনই সেল করে দিব দয়া করে জানাবেন,,,,,, TWT টোকন হলো ট্রাস্ট ওয়ালেট এর একটি নিজস্ব টোকেন। এই টোকেন এর ভবিষ্যৎ ভালো। আপনি চাইলে TWT টোকেন হোল্ড করে রাখতে পারেন। ক্রিপ্টো মার্কেট আসলে কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারবেনা। যদি পারত তাহলে বিনিয়োগ করে কেউ লস খেত না।
সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছু সংখ্যক TWT টোকেন হোল্ড করে রেখেছি এর ভবিষ্যৎ কিরকম হতে পারে বলে আপনারা মনে করেনআশা করি এ বিষয়ে সকল সিনিয়ার ভাইয়েরা তাদের মূল্যবান মতামত জানিয়ে উপকার করবেন TWT টোকন হোল করে রাখব নাকি এখনই সেল করে দিব দয়া করে জানাবেন,,,,,,
TWT টোকেন কি হলো ট্রাস্ট ওয়ালেট এর একটি নিজস্ব টোকেন। আমার কাছে যত দূর মনে হয় তাহলে মোটামুটি অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। এর ফলে টোকেন সকলের কাছেই পরিচিত হয়ে গেছে। কিছুদিন আগে এই দোকানের দাম বেড়ে দাঁড়িয়েছিল 0.17 ডোলারে। বর্তমানে এটা কমতে কমতে এসে গিয়ে দাঁড়িয়েছে 0.11 ডোলারে। আশা করা যাচ্ছে একটা সময় এর দাম অনেক বৃদ্ধি পাবে।
Quote from: Herry on December 01, 2020, 08:51:23 AMসকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছু সংখ্যক TWT টোকেন হোল্ড করে রেখেছি এর ভবিষ্যৎ কিরকম হতে পারে বলে আপনারা মনে করেনআশা করি এ বিষয়ে সকল সিনিয়ার ভাইয়েরা তাদের মূল্যবান মতামত জানিয়ে উপকার করবেন TWT টোকন হোল করে রাখব নাকি এখনই সেল করে দিব দয়া করে জানাবেন,,,,,, Twt টোকন নিয়ে কিছু বলার মত ভাষা আমার নেই। কারণ এই এই টোকেনটি আমি 10000 হোল্ড করে রেখে ছিলাম যখন সেটার প্রাইস ছিল তিন সেন্ট করে।আমি সবগুলো টোকেন তখন বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার 15 দিন পর সেই twt টোকেন এর প্রাইজ হয়েছিল 12 সেন্ড করে। তাহলে বুঝতে পারছেন কি রকম লস খেয়েছি আমি।আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এই টোকেন গুলো আর কিছুদিন হোল্ড করে রাখুন তাহলে ভালো রকমের একটি প্রফিট পাওয়া যাবে। আমি মনে করি আর কিছুদিন পর এই টোকেন এর দাম হবে 1 ডলার করে।
TWT যেহেতু একটা জনপ্রিয় ওয়ালেটের টোকেন আর যেহেতু বিনান্স এটিকে সমর্থন করতেছে সেহেতু আমি পার্সোনালি মনে করি এটার ভবিষ্যৎ অনেক ভালো হবে।
আমি জানিনা যে এখনো আপনার কাছে TWT টোকনগুলি আছে কি না, কারণ এই পোস্টটা হলো অনেক পুরোনো। যদি এখনো পর্যন্ত সব টোকনগুলো আপনার কাছে থেকে থাকে তাহলে এখন আপনি ভালোই লাভবান হবেন। TWT এখন Binance-এ লিস্টেড এবং প্রত্যেক টোকেনের মূল্যে ২০ সেন্টের বেশি।