গ্যাস বি সম্পর্কে আমার কোন ধারণা নেই।যদি কোনো সিনিয়র বাইক এসপি সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই বিস্তারিত আলোচনা করবেন। যাতে করে আমি গ্যাসকে সম্পর্কে জানতে পারি।
গ্যাস ফি হচ্ছে আমরা টোকেন সেন্ড করার সময় যেই ইথিরিয়াম ফি টা দেয়া লাগে সেটাকে গ্যাস ফি বলে। গ্যাস ফি ছাড়া আপনি টোকেন সেন্ড করতে পারবেননা। তাই আপনি যখন আপনার টোকেন সেন্ড করবেন তখন আপনার ওয়ালেটে কিছু ইথিরিয়াম রাখতে যা আপনার ট্রাঞ্জেকশন ফি হিসেবে ব্যবহার হবে।
প্রত্যেক ব্লকচেইনের উপর ভিত্তি করে গড়ে উঠা টোকেন গুলোর ট্রাঞ্জেকশন ফি বা গ্যাস ফি এর জন্য ঐ ব্লকচেইনের কয়েন আপনার ওয়ালেটে অবশ্যই থাকা লাগবে। না হয় টোকেন সেন্ড করা যাবেনা।
আর আপনি কত গ্যাস ফি দিলে টোকেন সেন্ড হতে কত সময় নিবে তা দেখার জন্য আপনি নিচের লিংকে ভিজিট করতে পারেন। এখানে আপনাকে দেখাবে আপনি কত Gwei দিলে কতক্ষনের মধ্যে আপনার সেন্ড করা টোকেন প্রাপক রিসিভ করবেন।
https://etherscan.io/gastrackerসহজে বুঝানোর জন্য লেখা বড় হয়েছে। আসা করি বুঝতে পেরেছেন।
