দিনের-পর-দিন ইথেরিয়াম এবং বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করেছে।পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করার পালা দিচ্ছে ইথেরিয়াম।ইথেরিয়াম ইতোমধ্যে তাদের পুরনো রেকর্ড ভেঙে বারোশো ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করে ফেলল। পৃথিবী আম হল একটি ইস্মার্ট প্ল্যাটফর্ম। যার জনপ্রিয়তা অন্য সকল কয়েন এর চেয়েও বেশি। ইথেরিয়াম ইতোমধ্যে মার্কেটে দ্বিতীয় নম্বর অবস্থান ধরে রেখেছে।ইথেরিয়াম এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটা কেউই বলতে পারবে না। আশা করছি থোরিয়ামের দামে বছরে অনেক বেশি বেড়ে যাবে। প্রায় 2 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইথেরিয়াম এর।