Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: iRan Chy on February 07, 2021, 08:47:12 PMধন্যবাদ ভাই, এ বিষয়ে জানিয়ে দেয়ার জন্য। আসলে আমিও জানতাম না কপি পেস্ট করলে স্পাম ধরে এটা। যদিও আমি কখনো করিনি। তবুও এখন জেনে সতর্ক হয়ে গেলাম। ভবিষ্যতে কখনো করা হবেনা।কপি পেস্ট আর স্পাম এক জিনিস নয়। স্পাম নিয়ে আরো পোস্ট আছে সেগুলো পড়তে পারেন। কপি পেস্ট করলে প্লাগরিজম ধরা হয় এবং শাস্তি স্বরুপ আইডিতে স্ট্রাইক দেওয়া হয়।
ধন্যবাদ ভাই, এ বিষয়ে জানিয়ে দেয়ার জন্য। আসলে আমিও জানতাম না কপি পেস্ট করলে স্পাম ধরে এটা। যদিও আমি কখনো করিনি। তবুও এখন জেনে সতর্ক হয়ে গেলাম। ভবিষ্যতে কখনো করা হবেনা।
আসলে আমি বলব যারা গ্লোবাল সেকশনে গিয়ে অনেক কপি-পেস্ট করছেন অনেকেই স্পাম করছেন দয়া করে বন্ধ করে দিন। আপনাদের জন্য কিন্তু আমাদের বাঙালিদের ওপর এসে পড়ে। ভুল করবেন আপনি আর সেই ভুলের মাশুল দিতে হবে সবাইকে সেটা কিন্তু ঠিক নয়।জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে গ্লোবাল সেকশনের গিয়ে যেন আমরা অনেক সুন্দরভাবে পোষ্ট করতে পারি। আমরা গ্লোবাল সেকশনে গিয়ে কখনোই পোস্ট করব না বা আজে বাজে পোস্ট করব না। আমরা সবাই চেষ্টা করব গ্লোবাল সেকশনে গিয়ে ভালো মানের পোস্ট দেওয়ার জন্য।
একটা মনে রাখতে হবে যে হয়তো আমাদের এই বাংলা বোর্ডে আমাদের একজন প্রতিনিধি মড হিসেবে আছে তাই আমরা এখানে একটু ভুল করলেও সেটা উনি কনসিডার করেন কিন্তু বিদেশিরা এরকম করবে না তারা দেখবে যে আপনি রাইট না রং যেটা হবে সেটার উপর একশন নিয়ে নিবে।তাছাঢ়া গ্লোবাল সেকশনে কপি পেস্ট করলে আমাদের ফোরামের মান কমে যায়। যা আমাদের জন্যই ক্ষতি।
প্রথমত বলি কপি পেস্ট করবেন না তাই বাংলা বোর্ডে হোক বা ইংরেজি সেকশনে হোক। বাংলাবোর্ডে করলে আমি দেখলে হয় ডিলিট করে দেই নতুবা তাকে পিএম দিয়ে বা কমেন্ট করে জানিয়ে দেই সেটা আর না করতে। এতে করে তিনি এখান থেকে শিখে নিতে পারেন কিন্তু সেটা যদি কেউ গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে, স্পাম করে তখন অন্য মডরা দেখে তো পানিশমেন্ট দিবে স্বাভাবিক। তখন আমরা কিছু করতে পারিনা, বলতেও পারিনা তাকে এবার মাফ করে দেন। কারণ এটা ফোরামের রুলসের পরিপন্থি।তাই সবাইকে অনুরোধ করছি কেউ কপি পেস্ট করবেনা । আর কপি পেস্ট করলে অবশ্যই সেটার লিংক নিচে দিয়ে দিবেন।নতুন ভাইদের বলবো আপনারা শুরুতে গ্লোবাল সেকশনে গিয়ে শুধু পোস্ট পড়বেন, রিপ্লাই কম দিবেন। আগে বাংলা সেকশন থেকে রুলস পড়ে, জেনে তারপর ইংরেজি সেকশনগুলোতে কাজ শুরু করবেন। নতুবা প্রথমেই আইডিতে স্ট্রাইক খেয়ে যাবেন হয়তো। তাই বাংলা বোর্ডে আগে কাজ শুরু করুন। কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ভুল দেখলে আমি সুন্দর করে পিএম দিয়ে হোক বা কমেন্টস করে হোক ভুল ধরিয়ে দিবো যাতে সংশোধন করে নিতে পারে সবাই। কারো আইডিতে সামাান্য ক্ষতি হোক আমি চাইনা। আমি চাই সবাই বাংলা বোর্ড থেকে সুন্দর করে শিখে ইংরেজি বোর্ডগুলোতে দাপিয়ে বেড়াক। কিন্তু ইংরেজি সেকশনগুলো তে গিয়ে স্পাম করলে, কপি পেস্ট করলে সেটা আমার এখতিয়ারের বাহিরে চলে যায় তখন আমি সাহায্য করতে পারিনা। ফোরামের নিয়মকানুন গুলো বাংলা বোর্ড থেকে শিখলে আর এমন পরিস্থিতে পড়তে হবেনা। আইডিও সুরক্ষিত থাকবে। ফোরামে আমাদের সুনামও বাড়বে। তাই আসুন সবাই সতর্ক হয়ে কাজ করি।