আসসালামু আলাইকুম।
আমার নাম Jonmacro (আমার আসল কিনবা ছদ্দ নাম যেতাই বলি না কেনো তাহলে আমার এলাকার সবাই চিনে ফেলবে, তাই নাম উল্লেখ করলাম না)

। আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো এক প্রান্ত থেকে বলছি। Altcoin এ নতুন অ্যাকাউন্ট খুলেছি কিন্তু বিটকোয়েনটোকে আছি ২০২১ সাল থেকে। ২০১৮ সালে আমার বন্ধু ক্রিপ্টো জগতের কথা আমাকে জানিয়েছিলো কিন্তু তখন আমি অনলাইন ভিত্তিক গেইম গুলোর ভিশন ভাবে আকৃষ্ট ছিলাম। তাই তাকে মানা করেছিলাম ,না রে বন্ধু এই ভেজাল আমার ভালো লাগে না। তাই আর তখন আশা হয় নাই। পরে ২০২১ সালে আমি ঠিক করি এই জগৎ টা ঘুরে দেখি কি আছে। তারপর আমি আস্তে আস্তে এই ক্রিপ্টো বিষয়ে ধারনা নিয়ে এই জগৎ-এ প্রবেশ করি। ১২ থেকে ১৪ মাস কাজ করে ভালো স্তরের রজগার করে নেই। তারপর আবার হুট করে হারিয়ে যাই। তারপর আর এই কাজের সাথে জরিয়ে উঠি নাই।
আলহামদুলিল্লাহ , আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আর হ্যাঁ , ইনশাল্লাহ সবাই রোজা রাখবেন এবং সবাই সবার জন্য দু'আ করবেন।
মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন । (আমিন)।