কারমা হচ্ছে আপনার কর্মের একটি ফল। যেখানে আপনি যদি ভাল মানের পোস্ট করে থাকেন তাহলে আপনি পজেটিভ কারমা পেয়ে থাকবেন । এবং আপনি যদি নেগেটিভ কারমা পেয়ে থাকেন তাহলে আপনি ভালো মানের পোস্ট করতে পারেননি। ধরুন আপনি একটি জব করেন। সেখানে অনেক মানুষেই কাজ করে। আপনার কাজের শেষে তারা দেখে যাচাই করে কার কাজটি ভালো হয়েছে সেগুলো আলাদা রাখে এবং তার কাজটি খারাপ হয়েছে সেগুলো আলাদা রাখে। ঠিক তেমনি ,এখানে যারা ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট করবে তারা তাদের কর্মফল অনুযায়ী পজেটিভ কামা পেয়ে থাকবে। অপরদিকে যারা ভালো মানের পোস্ট করতে পারবে না অযথা আজেবাজে পোস্ট করবে তারা নেগেটিভ কারমা পেয়ে থাকবে। এজন্যই কারমার প্রয়োজন। আমি আশা করব আপনি বুঝতে পেরেছেন।