বর্তমানে ফোরামের সবাই তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য রকেটের গতিতে পোস্ট করে যাচ্ছে, আর একদিনে রকেটের গতিতে পোস্ট করার কারণে তাদের পোস্টে সেরকম কোন তথ্য বা শিক্ষামূলক কোন কিছু থাকে না। অর্থাৎ তারা লো কোয়ালিটির পোস্ট করে থাকে। যেসব ইউজার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য লো কোয়ালিটির পোস্ট করছে, তারা দয়া করে এটা মাথায় রাখবেন এতে আপনাদের আইডির সমস্যা হতে পারে । তাই ঝড়ের গতিতে পোস্ট না করে দিনে তথ্য বহুল ৩-৪ পোস্ট করুন।