Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: totol02 on September 12, 2018, 04:37:48 AMএরকম চুরি যদি হয় এক্সচেঞ্জ থেকে তাহলে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে না। তাই এক্সচেঞ্জার সাইট গুলিকে চুরি যাতে না হয় সেই নিরাপত্তা দিতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি থেকে বিনিয়োগকারীরা অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ক্রিপ্টোকারেন্সি অচিরেই হারিয়ে যাবে।ঠিক বলেছেন আপনি এরকম করি যদি হয় তাহলে এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করবে না। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। যাতে করে চুরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ক্রিপ্টো মার্কেট একদম খারাপ হয়ে যাবে।
এরকম চুরি যদি হয় এক্সচেঞ্জ থেকে তাহলে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে না। তাই এক্সচেঞ্জার সাইট গুলিকে চুরি যাতে না হয় সেই নিরাপত্তা দিতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি থেকে বিনিয়োগকারীরা অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ক্রিপ্টোকারেন্সি অচিরেই হারিয়ে যাবে।
আমি জতদুর জানি তা হলো কোন এক্সচেঞ্জারের নিজস্ব লোক ছাড়া এটা করা প্রায় অসম্ভব, কারন এখন সবকিছুতে ২-স্টেপ অন করে রাখা যায়।
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/