আমরা যারা বিটকয়েনটক থেকে এসেছি, আমি আশা করি তারা বেশিরভাগই DCA করে করে বিটকয়েন জমাতে পেরেছেন। এই ফোরামে হয়তো সিগন্যাচার ক্যাম্পেইন গুলো বিগত কয়েকমাস ধরে চালু হয়েছে, কিন্তু বিটকয়েনটক ফোরামে যারা ক্যাম্পেইনে ছিলো বা আছে, তারা কিন্তু প্রতি সপ্তাহে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট পাচ্ছে এবং তাদের জন্য এটা হোল্ড করা আহামরি কিছু না। আমি কখনোই হোল্ড করার জন্য বিটকয়েন ক্রয় করিনি, তবে আমার যতো বিটকয়েন হোল্ডিং আছে, তার পুরোটাই আসলে সিগনেচার ক্যাম্পেইন থেকে পাওয়া যেটা একটা পিওর DCA।
এই বিষয়ে খালি আপনি না আমার নিজেরও বিটকয়েনে বেশিরভাগ ইনভেস্টমেন্টই বিটকয়েন টক ফোরাম এর সিগনেচার ক্যাম্পেইন থেকেই করা।
আর সত্যি কথা বলতে বর্তমানে প্রতি সপ্তাহেছে আমি ১০ ডলার করে বিটকয়েন এডপশন করি এটাও সিগনেচার ক্যাম্পেইন থেকে। কিন্তু গত মাসে কিছু ইনভেস্টমেন্ট করেছি যার মধ্যে অন্যান্য ইনকাম এর ফান্ড ছিল কিন্তু সেগুলো ক্রিপ্টো বেসড আমি কখনো ক্রিপ্টো কারেন্সিতে ফিয়াট কারেন্সি দিয়ে ইনভেস্টমেন্ট করি না। যা ইনভেস্টমেন্ট এই ক্রিপ্টো থেকেই আর্নিং করি।

বিটকয়েন এখন প্রায় প্রতিদিন ২-১% করে করে ওপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। মারকেট প্রতিদিনই অনেক বেশি মুভমেন্ট করতেছে যেকারনে সাধারন ইনভেস্টর রা এখনো বুঝতে পারছে না যে তারা আসলে ইনভেস্ট করবে কোথায়! আমিও এক প্রকার চিপায় বসে আছি। অলটকয়েন সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ নিয়ে বসে আছি। লস রিকোভার কবে করতে পারবো জানি না।
আর এর জন্যই আপনার উচিত DCA স্ট্রাটেজি ফলো করা রিস্ক ম্যানেজমেন্ট করার সবচাইতে সহজ উপায় হলো এটি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি DCA মেথড ফলো করে ইনভেস্টমেন্ট চালিয়ে যান তাহলে প্রফিট হবেই যদিও আরো আগে থেকে এই স্ট্রাটেজি ফলো করলে এখন অন প্রফিটে থাকতেন, যদিও আমি জানিনা আপনি প্রফিটে আছেন কিনা।
কিন্তু আমার ক্ষেত্রে বর্তমানে আমার DCA স্ট্রাটেজি ফলো করে টোটাল ইনভেস্টমেন্ট এর দ্বিগুণ প্রফিট রয়েছে।
বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েন। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন এর দাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন দাম আবার বেড়ে গেছে। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম কমে গেলে অনেক চিন্তার কোন কারন নেই। আমরা কারন লক্ষ করলে দেখতে পাব কিছু দিন পর বিটকয়েন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তবে সমস্যার কারন হল আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমরা অনেক দিন যাবত বিটকয়েন হোল্ড করে রাখতে পারি না। তাই আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তবে আশা করা যায় যতই দাম কমে যায় না কেন খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার আগের দামে ফিরে আসবে। তাই এই বিষয়ে বেশি চিন্তা না করে আমাদের নিজেদের কাজে মনযোগী হওয়া সঠিক হবে বলে আমি মনে করি।
আপনার খুব বেশি পরিমাণে বিটকয়েন হোল্ডিং করার বা বিটকয়েন ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই খুবই অল্প পরিমাণে প্রতি মাসে অথবা প্রতি উইকে একটি ইনভেস্টমেন্ট করেন যেটা আপনার পরিবার চালানোতে কোন ইম্প্যাক্ট না ফেলে।
অনেকটা মনে করবেন ব্যাংকে ফিক্স ডিপোজিট রেখেছেন এবং সেটা এক বছর অথবা পাঁচ বছর যাবত চলবে।
আর একটা সাজেশন আপনি আপনার সিগনেচারের শুরুতে "[" এড করে দেন ।