@DYING_S0UL ভাই আপনাকে ও অভিনন্দন আপনি বিজয়ী হতে না পারলেও বেশ কিছু ভোট আপনি পেয়েছেন। আশাকরি পরবর্তী বছর আপনি আরো ভালো করতে পারবেন এবং বিজয়ী হতে পারবেন।
আমিও ব্যাক্তিগত ভাবে আপনার কাজের একজন ভক্ত। আমি আপনাকে ভোট দিয়েছিলাম। আমি আশাকরি আপনি যে ভাবে এই ফোরামে একটিভ আছেন এবং আমাদের সকলকে সহোযোগিতা করছেন এটা অব্যাহত থাকবে। এবং আগামীতে আপনাকে বিজয়ী হিসেবে দেখবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই। তবে আমি পোস্টটি যখন অনুবাদ করি তখন আলাদা ভাবে একটা পয়েন্ট উল্লেখ করতে হতো।
আমি যে খুব কম ভোট যে পাইছি তাও না। তবে এখানে ভোট কাউন্ট করা হইছে পয়েন্ট আকারে।
যেমন ধরেন আপনি ভোট করেছিলেন এভাবে,
Custom Hero: AB De Royse, julerz & DYING_S0UL
এখানে যার নাম সবার আগে সে ৩ পয়েন্ট, মাঝের জন মানে সেকেন্ড চয়েজ ২ পয়েন্ট আর শেষের চয়েজ ১ পয়েন্ট। যিনি ভোট কাউন্ট করছেন, তিনি এই নিয়মটা কোথাও উল্লেখ করেন নাই। যদি করতেন তাহলে হয়তো ভোট দেয়ার সময় আমরা প্রাইরটি হিসেবে ইউজারনেমগুলো সাজাতাম।
DYING_S0UL ভাই আপনি বিজয়ী হন নাই তারপরেও আপনাকে অভিনন্দন জানাই কারণ যতটুকু রেপুটেশন গেইন করছেন সেটাও কম নয় ইনশাআল্লাহ সামনে আরো অনেক দিন পরে আছে আপনার অ্যাক্টিভিটি বলে দিবে সামনে আপনি আর মিস করবেন না।
সামনে আরো কয়েকটি ক্যাটাগরি আনতে পারে যেমন ইসকাম বাস্টার আরো কয়েকটা আমার সঠিক মনে নাই।
হ্যাঁ, স্প্যামবাস্টার আর মিস অল্টকয়েনটক এই ক্যাটাগরি গুলো আনতে পারে, এমনটাই শুনলাম।
এটাই তো ভাই মূল আকর্ষণ এটা আগে বড় করে বোল্ড করে দেওয়া উচিত ছিল এখন সিন্নির জন্য বসে রইলাম দেখি ভাগ্যে যদি থাকে পাব
।
মিয়া এটা আমি জানছিই হলো দুইদিন। আগে জানলে তো আগেই পোস্ট দিতাম। আমাকে কি কখনো দেখছেন লেইট এ কোনো কিছুই আপডেট দিতে!?
