ভাই সিদ্রার কি হলো বুঝতে পারছি না। সিদ্রার দাম শুধু কমে আর কমে। যে সিদ্রা আমি একসময় বিক্রি করছি ৭৩ টাকা করে রেটএ সেই সিদ্রার দাম কমতে কমতে এখন ৮ টাকাতে এসে ঠেকছে। আসলে এর দাম এতো কমার কারন কি বুঝতে পারছি না। আপনার জানা থাকলে দয়াকরে একটু জানাবেন।
তবে আমি কয়েকটা সেল বাই গ্রুপের সাথে সম্প্রিপ্ত আছি সেখানে অনেকেই বলছে চায়না বায়ার রা নাকি বাই করা বন্ধ করে দিছে যার ফলে এর দাম কমে যাচ্ছে। আসল তথ্য জানা থাকলে দয়াকরে জানাবেন।
এটার মাইনিং চলতেছে অনেক দীর্ঘ সময় ধরে। কয়েক বছর যাবত এটা মাইনিং করা হচ্ছে তাই দিন দিন এর সাপ্লাই বেড়ে যাচ্ছে অনেক , আর এটা যেহেতু কোনো এক্সচেঞ্জে লিস্টিং নেই তাই স্বাভাবিকভাবেই মার্কেটে এর লিকিউডিটি অনেক কম। আর এর কারণে এটার দাম দিন দিন কমবে এটাই স্বাভাবিক।
তবে এটার দাম কিছুটা বাড়তে পারে আবারো যখন লিস্টিং এনাউসমেন্ট আসবে। আর আমার জানা মতে এটার লিস্টিং হবে 2026 এ গিয়ে। তাই আপাদত SDA এর দাম বাড়ার সম্ভবনা অনেক কম।
এখানে কি কোনো রকম ইনভেস্টমেন্ট করছেন (একাউন্ট কেনা বাদে) নাকি শুধু শুধু ফাও ফাও কামাই করতেছেন। যদি ২য় কথাটা সত্য হয়ে থাকে তাহলে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো মানেই হয়না। প্রাইজ কমলেও বা কি বাড়লেও বা কি! আপনার মূল টাকা তো অলরেডি বেরই করে ফেলছেন, তাইনা? আপনার জায়গায় যদি আমি থাকতাম (আগে ১০ টাকা পেতাম এখন ৩ টাকা পাই), তাহলে এতেই খুশি থাকতাম। অন্তত পক্ষে কিছু না পাওয়া থেকে কিছু একটা পাওয়া বেটার।
