Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 20, 2021, 09:17:37 AM

Title: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Malam90 on February 20, 2021, 09:17:37 AM
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।
PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Irfan12@ on February 20, 2021, 03:31:26 PM
আমি শতভাগ শিওর দিয়ে বলতে পারি যে Polkadot টোকেন এর মূল্য 50 ডলার এ পৌঁছাবে। একমাস আগেই মুদ্রার দাম ছিল মাত্র 4 ডলার। কিছুদিনের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে আজকে এই মুদ্রার দাম 40 ডলারে দাঁড়িয়েছে। যতই দিন যাচ্ছে মুদ্রার দাম ততোই বেড়েই চলেছে। তাই আমি মনে করি খুব দ্রুতই Polkadot টোকেন এর মূল্য 50 ডলার হয়ে যাবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: EKRA13 on February 21, 2021, 02:31:42 AM
Polkadot টোকেন মোটামুটি জনপ্রিয় একটি টোকেন। এর দাম দিন যত যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেও এর দাম অনেক কম ছিল। গতকাল পর্যন্ত polkadot টোকেন এর দাম ছিল 40 ডলার । আজকে অবশ্য কিছুটা কমেছে 39 দশমিক 70 ডলার। আমি মনে করি এ টোকেন এর দাম কিছুদিনের মধ্যেই 50 ডলার অতিক্রম করবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: hadi97bd on February 21, 2021, 06:56:19 AM
Polkadot কয়েন আরও উপরে যাবে, যদি bull মার্কেট চালু থাকে, মার্কেটে যত বেশি টাকা ঢুকবে মার্কেট তত উপরে যাবে, আর সবাই ধারণা করতেছে bull মার্কেট মার্চ মাস পর্যন্ত থাকবে তাই ধারণা করতে পারি পল্কাদত ৫০ ডলার যাবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Lutera94 on February 21, 2021, 06:58:00 AM
সব কিছু ঠিকঠাক থাকলে খুব সহজেই অনুমান করা যায় যে পুল্কাডট ৫০ ডলার যাবে আগামী মাসের ভিতর। তাদের অনেক কার্যক্রম পুরো রেডি না, সব কিছু ঠিকঠাক হলে বড় একটা পাম্প দিবে। তাই আমি মনে করি আগামী মার্চের ভিতর এর দাম ৫০ ডলার যাবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Malam90 on February 21, 2021, 06:58:08 AM
যেভাবে আপ হচ্ছে তাতে ৫০ ডলার যাওয়া মনে হচ্ছে সময়ের ব্যপার মাত্র। ইতিমধ্যেই ৪১ ডলারে হিট করেছে গতকাল। এছাড়া তারা বিনান্সের সাথে সমন্বিত করার কারণে এখন প্যারালালে যাবে বিএনবি এবং পলকাডট। তাই এ বছরে ৫০ ডলার নয়, ১০০ ডলার গেলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: babu10 on February 21, 2021, 06:58:16 AM
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।
PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?

এই কথা কি আর বলার অপেক্ষা রাখে? পলকা ডটকে আমি ৭ ডলার থেকে ফলো করে এসেছি কিন্তু টাকার অভাবে কিনতে পারিনী তবে দাম বেশী হলেও কিছু কয়েন কিনেছি সামর্থ্য অনুযায়ী এবং নিঃসন্দেহে খুব তারাতারি এটি 50 ডলার অতিক্রম করবে এবং তার হয়তো একলাফে ১০০ ডলারেও চলেযেতে পারে কারণ তাদের পলিসি খুব সুন্দর এবং ব্লকচেইন সিস্টেমও। তাই সবাই ডট কেয়েনের উপর ভরসা করতে পারেন।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Malam90 on February 21, 2021, 07:30:25 AM
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।
PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?

এই কথা কি আর বলার অপেক্ষা রাখে? পলকা ডটকে আমি ৭ ডলার থেকে ফলো করে এসেছি কিন্তু টাকার অভাবে কিনতে পারিনী তবে দাম বেশী হলেও কিছু কয়েন কিনেছি সামর্থ্য অনুযায়ী এবং নিঃসন্দেহে খুব তারাতারি এটি 50 ডলার অতিক্রম করবে এবং তার হয়তো একলাফে ১০০ ডলারেও চলেযেতে পারে কারণ তাদের পলিসি খুব সুন্দর এবং ব্লকচেইন সিস্টেমও। তাই সবাই ডট কেয়েনের উপর ভরসা করতে পারেন।

যাক মডারেটর ভাই, ফলো করতে করতে অবশেষে ধরেই ফেলেছেন।  :)
ধরেই যখন ফেলেছেন তাহলে ধরেই রাখুন, হাতছাড়া করবে না অসময়ে। :)
এরপর সময় আসলে ছেড়ে দিয়েন।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: JISAN on February 21, 2021, 03:37:22 PM
পলকা ডট ইজিলি ১০০$ যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর এটা খুব তারাতারিই হবে আশা করা যায়। পুরা মার্কেট এখন ২০১৭ সালের মতন রুপ দারন করছে। সব কিছু উপরের দিকে ছুটে চলছে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: mr.Robot on February 21, 2021, 05:49:03 PM
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।
PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?
গতিপথ দেখে কখনো কোন টোকেন কিংবা কয়েন এর মুল্য নিয়ে সম্ভাব্য মুল্য বলা আমার মতে উচিৎ নয়। এর জন্য কিছু টেকনিক্যাল এনালাইসিস এর প্রয়োজন । এতে করে মানুষের মধ্যে কোন টোকেন এর ব্যাপারে মুল্য বিশ্লেষণ করার ঘাটতি দেখা দেয়। আপনি যদি মানুষ কে এর কারন কিংবা সম্ভাব্য কারন বলে দেন, তাহলে সে পরবর্তী সময়ে অন্য টোকেনের ক্ষেত্রে নিজে থেকে এই পধতি অনুসরন করার চেষ্টা করবে। একটি কয়েন যে কোন সময়ে তার পূর্ব রেকর্ড ব্র্যাক করতে পারে, তার মানে এই নয় যে তার ভবিষ্যৎ মূল্যও একি হবে, উলটো টাও হতে পারে। তখন সেটা কারো জন্য ভাল ফলাফল ভয়ে আনবে না।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: mr.Robot on February 21, 2021, 05:52:22 PM
পলকা ডট ইজিলি ১০০$ যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর এটা খুব তারাতারিই হবে আশা করা যায়। পুরা মার্কেট এখন ২০১৭ সালের মতন রুপ দারন করছে। সব কিছু উপরের দিকে ছুটে চলছে।
আপনার এমন টা মনে হবার কারন কি জানতে পারি আমি? এমন তো হতে পারে, এখন যেটা হচ্ছে সেটা বর্তমান মার্কেটের রিফ্লেকশন।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Rafiq on February 21, 2021, 06:25:28 PM
Polkadot  টোকনটি অতি অল্পদিনের মধ্যে সবার আস্থা ও বিশ্বাস আর্জনকরে বর্তমান অবস্থানে চলে এসেছে। যদি মার্কেটের বর্তমান উর্ধ্বমূখীধারা অব্যাহত থাকে তাহলে এ মাসের মধ্যেই Polkadot এর দাম ৫০ ডলার  অতিক্রম করবে এবং আমার বিশ্বাস এটি খুব শীঘ্রই ১০০ ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: JISAN on March 01, 2021, 04:12:40 PM
DOT এর টিম অনেক এক্টিভ  তারা অনেক বেশি ডেভেলপমেন্ট করতেছে। তারা তাদের টোকেন নিয়ে অনেক চিন্তিত। আশা করা যায় ৫০$ এ যাবে। আমি অনেক বড় একটা ভূল করছে ৬$ করে কিনে পরে বিক্রি করে ফেলছি।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: raisajahan on March 05, 2021, 10:39:30 AM
PolkaDot(DOT) কয়েন মার্কেটে শক্তিশালী অবস্থান তৈরী করে নিয়েছে। PolkaDot (DOT) কয়েন এর শক্তিশালী টিম ম্যানেজমেন্ট এবং এর টেকনোলজি এটাকে মার্কেট এ একটি ভাল অবস্তান করতে সহায়তা করেছে। সুতারাং এতা ৫০ ডলার কেন আর ও বেশি ডলার হতে পারে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: LazY on March 06, 2021, 07:07:22 PM
পলকাডট যেভাবে ছুটে চলেছে পাগলা ঘোড়ার ন্যায় তাতে সবাই আশাবাদী। আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলে আজকে ছুয়েছে ৩৮ ডলারে এবং এরই মধ্যে গত প্রায় ৮মাস পরে ইউএসডিটি তার অবস্থান হারালো পলকাডটের কাছে। যদিও গতকাল বিএনবি ৩য় স্থান দখল করলে ৪ এ নেমে যায়। আজকে পলকাডট স্থান দখল করায় নেমে যায় পঞ্চমে।
PolkaDot (DOT) কি আগামী মার্চ ২০২১ এর মধ্যে ৫০ ডলার যাবে?
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে যায় সেটা বলা যায় না। এই কিছুদিন আগের ঘটনা তুলে ধরে যখন বিটকয়েনের দাম ছিল 12 হাজার ডলার। তিন মাস আগের ঘটনায় বিটকয়েনের দাম ছিল 12000 ডলার। কিন্তু কিপ টু কারেন্সি বাজার পরিবর্তন হওয়াতে বিটকয়েনের দাম উঠেছিল বর্তমানে 58 হাজার ডলার। যেটা কেউ বিশ্বাস করবে না।তবে আমি মনে করি পলকা ডট খুবই তাড়াতাড়ি 50 ডলার ছাড়িয়ে যাবে। শুধু ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে।
Title: Re: PolkaDot (DOT) কি ৫০ ডলার যাবে?
Post by: Tubelight on March 17, 2021, 11:07:00 AM
আপনাদের মত সিনিয়র ভাইদের কাছে শুনেছি যে ক্রিপ্টোকারেন্সি পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই পলকা ডট টোকেনের 50 ডলারে পৌঁছানো মনে করি অসম্ভব নয়। হয়তো আমাদের দীর্ঘ দিন অপেক্ষা করা লাগতে পারে।